মমতাজ খালেকের ইন্তেকাল
আবদুল খালেক মেমোরিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা মমতাজ খালেক আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
মমতাজ খালেকের দুই ছেলে বেঙ্গল গ্রুপ ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান আসফার খায়ের। তাঁর দুই মেয়ে নাকভিন খন্দকার ও নাজনীন কামাল রয়েছেন। এ ছাড়া অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বাদ আসর গুলশান–২-এর আজাদ মসজিদে জানাজার পর মমতাজ খালেকের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।
মমতাজ খালেকের জন্ম ১৯৩০ সালে। তিনি আমৃত্যু বেঙ্গল ফাউন্ডেশন ও জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি ছিলেন।
বেঙ্গল ফাউন্ডেশন, কালি ও কলম, বেঙ্গল পাবলিকেশনস ও বেঙ্গল বই পরিবার মমতাজ খালেকের বিদেহী আত্মার শান্তি কামনা করছে।