মমতাজ খালেকের ইন্তেকাল

মমতাজ খালেক
ছবি: সংগৃহীত

আবদুল খালেক মেমোরিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা মমতাজ খালেক আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

মমতাজ খালেকের দুই ছেলে বেঙ্গল গ্রুপ ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান আসফার খায়ের। তাঁর দুই মেয়ে নাকভিন খন্দকার ও নাজনীন কামাল রয়েছেন। এ ছাড়া অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বাদ আসর গুলশান–২-এর আজাদ মসজিদে জানাজার পর মমতাজ খালেকের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।

মমতাজ খালেকের জন্ম ১৯৩০ সালে। তিনি আমৃত্যু বেঙ্গল ফাউন্ডেশন ও জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি ছিলেন।

বেঙ্গল ফাউন্ডেশন, কালি ও কলম, বেঙ্গল পাবলিকেশনস ও বেঙ্গল বই পরিবার মমতাজ খালেকের বিদেহী আত্মার শান্তি কামনা করছে।