‘নিয়ন্ত্রণ’ কেটেছে, দেশে ফিরেছে ফেসবুক
দেশে ফেসবুকের ওপর থেকে ‘নিয়ন্ত্রণ’ তিন দিন পর তুলে নিয়েছে সরকার। গত শুক্রবার সন্ধ্যা থেকে ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন। আজ সোমবার সন্ধ্যা থেকে এ সমস্যা দেখা যাচ্ছে না।
এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র প্রথম আলোকে বলেন, ‘ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিল। সেটা এখন আর হচ্ছে না।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় শুক্রবার থেকে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সংঘর্ষের পর ফেসবুকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। শনিবার রাতে ফেসবুক এক বিবৃতিতে প্রথম আলোকে জানিয়েছিল, বাংলাদেশের সেবা সীমিত হওয়ার বিষয়টি তারা জানে। ফেসবুক আশা করে, বাংলাদেশে তাদের সেবা খুব দ্রুতই আবার পুরোপুরি সচল করা হবে।
গত শুক্রবার ফেসবুক বন্ধ হওয়ার পর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো প্রথম আলোকে জানিয়েছিল, ফেসবুক নিয়ন্ত্রণ করার জন্য এখন আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল অপারেটরদের ওপর সরকারকে নির্ভর করতে হয় না। সরকারের হাতেই সেই প্রযুক্তি রয়েছে।