ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের ত্রাণ বিতরণ

ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব নির্ঝর আবাসিক এলাকায় খাদ্যসহায়তা ও নগদ অর্থ বিতরণ করছে
ছবি: আইএসপিআর

দেশে চলমান করোনা পরিস্থিতিতে এবার কর্মহীন, অসহায়, গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াল ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। সেনাবাহিনী প্রধানের সহধর্মিনী ও ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নুরজাহান আহমেদের উদ্যোগে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মধ্যে খাদ্যসহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়।

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার উদ্দেশ্যে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকের আহ্বানে সাড়া দিয়ে ক্লাবের সব সদস্য নগদ অর্থ (প্রায় ২০ লাখ টাকা) ও খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে আসেন। এই উৎস থেকে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব কর্তৃক পর্যায়ক্রমে ১ হাজার ২০০ দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আজ ১০০ জনের বেশি অসহায় নারী-পুরুষ ও শিশুকে এ সহায়তা দেন। ত্রাণ বিতরণ শেষে বেগম নুরজাহান আহমেদ উপস্থিত গরিব–দুঃখী মানুষের খোঁজখবর নেন।

এ সময় লেডিস ক্লাব ঢাকা সেনানিবাসের সভানেত্রী ও সহসভানেত্রী, সেনা পরিবারকল্যাণ সমিতি ঢাকা অঞ্চলের সভানেত্রী এবং চিল্ড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির জনক ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী অন্য সদস্যদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সব লেডিস ক্লাব বিভিন্ন কর্মসূচি পালন করে। সে অনুযায়ী ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব ছাড়াও দেশের সব সেনানিবাসের লেডিস ক্লাব কর্তৃক সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত গরিব–দুঃখী মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সেই সঙ্গে ১৫ আগস্ট সব সেনানিবাসে জাতির জনকের জীবনীর ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনাসহ সেনানিবাসের মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত আয়োজন করা হয়।