ই-কমার্স ব্যবসার সঙ্গে জড়িতদের দুই মাসের মধ্যে নিবন্ধন করতে হবে: মন্ত্রিসভা
ই-কমার্স ব্যবসায় জড়িত সবাইকে আগামী দুই মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে (ডিপোজিট)।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি সভায় অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত ও নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
ইভ্যালিসহ ই-কমার্স ব্যবসায় জড়িত কিছুসংখ্যক প্রতিষ্ঠানের প্রতারণা নিয়ে আলোচনার মধ্যেই সরকার এমন সিদ্ধান্ত নিল।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্দেশনা দেওয়া হয়েছে আগামী দুই মাসের মধ্যে একটি কর্মসূচি করে যারা যারা ই-কমার্স ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকবে, তাদের সবাইকে নিবন্ধন করতে হবে। দুই মাসের মধ্যে এই নিবন্ধন করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকে একটি ডিপোজিট রাখতে হবে, যাতে ‘কোনো কিছু হলে’ সেই ডিপোজিট থেকে দেওয়া যায়। এ ছাড়া গোয়েন্দা ও যারা এসব তদারক করে, তাদেরও যাচাই করে দেখতে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বাইরে লেনদেন না করতে ব্যাপক প্রচারাভিযানের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মানুষকে বোঝানো হবে, যদি কেউ লেনদেন করেন, তা নিজ দায়িত্বে করতে হবে, সেটার দায়িত্ব সরকার নেবে না।
মন্ত্রিসভার বৈঠকে টাঙ্গাইলের আতিয়া বন (সংরক্ষণ), আইনের খসড়া ও কপিরাইট আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ওষুধ আইনের খসড়া উপস্থাপনের পর আলোচনা করা হলেও সেটি নীতিগত অনুমোদন দেওয়া হয়নি। এটি আরও পর্যালোচনা করতে বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।