অতঃপর বিয়ে
বিয়ের প্রলোভনে এক রিকশাচালকের মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এক ব্যক্তি। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন ওই ব্যক্তি।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এ ঘটনা ঘটে। পরে মেয়েটি জাতীয় আইনগত সহায়তা সংস্থা, চট্টগ্রাম কার্যালয়ে মামলা করতে যান। সংস্থাটি অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ প্রদান করলে তিনি হাজির হয়ে দোষ স্বীকার করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সংস্থার কার্যালয়ে এক লাখ টাকা দেনমোহরে মেয়েটিকে বিয়ে করেন ওই ব্যক্তি।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা মুজাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তি বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় মেয়েটি ধর্ষণের অভিযোগে মামলা করতে আসেন। পরে নোটিশ প্রদান করলে ব্যক্তিটি হাজির হয়ে নিজের দোষ স্বীকার করেন।
মুজাহিদুর রহমান বলেন, ওই ব্যক্তি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন। উভয় পরিবারের অভিভাবকের সম্মতিতে এক লাখ টাকার দেনমোহরে দুজনের বিয়ে দেওয়া হয়।