করোনায় আক্রান্ত হলেন গুগলের কর্মী
সুইজারল্যান্ডে অ্যালফাবেট ইনকরপোরেশনের অধীনে গুগলের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গুগলের এক বিবৃতিতে বলা হয়েছে, জুরিখের ওই অফিসে এক ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা করা হলে তাতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গুগলের একজন মুখপাত্র বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়লেও জুরিখ অফিস খোলা থাকবে।
সুইজারল্যান্ডের সরকারি সূত্র বলছে, এ ঘটনার মধ্য দিয়ে সুইজারল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫-তে পৌঁছেছে। এ ছাড়া ১০০ জনের বেশি ব্যক্তিকে কোয়ারেনটাইনে (সংক্রমণের আশঙ্কার পৃথক রাখা) রাখা হয়েছে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় গুগলের পক্ষ থেকে কর্মীদের ভ্রমণেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
গত বছরের চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়ায়। এখন পর্যন্ত সারা বিশ্বে ৭৮ হাজার ৮০০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ২ হাজার ৮০০ জন মারা গেছেন, যার অধিকাংশই চীনা নাগরিক।