শিশুদের জন্য স্পেস ইনোভেশন ক্যাম্প
শিশুদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে উৎসাহী করতে সম্প্রতি রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে স্পেস ইনোভেশন ক্যাম্প। বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে দুই দিনের এ ক্যাম্পে শিশু-কিশোররা রকেট তৈরির কলাকৌশল শেখে।
নার্সারি থেকে দশম শ্রেণির ৫০০ শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করে।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উৎসাহ দিতে ক্যাম্পে অংশগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তিনি বলেন, তিনি শিক্ষার্থীদের উৎসাহ দেখে খুবই অভিভূত। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থীরা স্পেস রোবট তৈরির মতো বিষয়গুলো জানতে পারছে, যা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। দেশি শিক্ষার্থীদের আরও বেশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান বলেন, শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞানে উৎসাহিত করতে এ আয়োজন। দুই দিনের এ আয়োজনে স্পেস প্রোগ্রামিং, লিডারশিপ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।