নতুন গেমিং ল্যাপটপ বাজারে
- ইনটেল কোর আই ৭, ৬ জিবি গ্রাফিকস, ১৬ জিবি র্যাম, ২৫৬ জিবি এসএসডি ও ২ টেরা হার্ডডিস্ক।
- ৫ মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং ১২০ হার্টজ সমর্থিত ডিসপ্লে।
- আরজিবি ব্যাকলিট সমর্থিত কি-বোর্ড।
দেশের বাজারে তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস নতুন গেমিং ল্যাপটপ উন্মুক্ত করেছে। আরওজি স্ট্রিক্স স্কার এডিশন (জিএল ৫০৩ ভিএম) নামের এ ল্যাপটপ
পেশাদার ফার্স্ট পারসন শুটার গেমারদের জন্য বিশেষভাবে তৈরি। ‘কাউন্টার স্ট্রাইক’ বা ‘ওভার ওয়াচ’–এর মতো পেশাদার গেমগুলো খেলতে বিশেষ সুবিধা হবে এতে।
ল্যাপটপটিতে রয়েছে সপ্তম প্রজন্মের ইনটেল কোর আই ৭ প্রসেসর, ৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্সের জিটিএক্স ১০৬০ গ্রাফিকস কার্ড ও ১৬ গিগাবাইট ডিডিআর ৪ র্যাম। ১৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটির স্ক্রিন রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড হওয়ায় গেম খেলার সময় মোশন-ব্লার কমিয়ে আনে। ল্যাপটপটির কি–বোর্ড তৈরি হয়েছে প্রফেশনাল গেমারদের কথা মাথায় রেখে। এ ছাড়া গেম খেলায় ব্যবহৃত বাটনগুলো নিজের পছন্দ অনুযায়ী রঙের আলো দিয়ে সাজিয়ে নেওয়া যায়।
স্ট্রিক্স স্কার এডিশনে রয়েছে ইনটেলিজেন্ট থার্মাল সিস্টেম, যা অপ্টিমাইজড সিপিউ ও জিপিউ পারফরম্যান্সের জন্য স্বয়ংক্রিয়ভাবে কুলিং সিস্টেমকে সামঞ্জস্য করে।
কি–বোর্ডের ওপরে এবং ল্যাপটপের নিচে বিশেষভাবে সজ্জিত ভেন্টিং শীতল বাতাস গ্রহণ করতে সহায়তা করে। এতে রয়েছে ১২ ভোল্ট ফ্যান, যা প্রচলিত ৫ ভোল্ট ফ্যানের ব্লেডের তুলনায় কুলিংয়ে অধিক কার্যকর।
জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ল্যাপটপটিতে রয়েছে আরওজি গেমিং সেন্টার, যা গেমিংয়ের প্রয়োজন অনুসারে ওভারক্লকিং, সিস্টেম টিউনিং, গেমিং প্রোফাইল তৈরি ও সিস্টেম মনিটরিংয়ে সহায়তা করে। ল্যাপটপটির দাম ১ লাখ ৫৫ হাজার টাকা।