আইফোনে আস্থা কমছে
অ্যাপলের এখন আর সেই দিন নেই। অনেক মানুষ আগে আইফোন বলতে পাগল ছিল। আইফোনের প্রতি মানুষের আনুগত্য বা আস্থা দিন দিন কমে যাচ্ছে। অ্যাপলের চেয়ে কম খরচে নানা ফিচারের ডিভাইস বাজারে থাকায় অনেকেই অ্যাপল পণ্যের ব্যবহার ছেড়ে দিচ্ছেন। সাম্প্রতিক এক সমীক্ষার ফল তা–ই বলছে। ইলেকট্রনিক পণ্য তুলনাকারী প্রতিষ্ঠান ব্যাংকমাইসেল ৩৮ হাজার মানুষের মধ্যে গত বছরের অক্টোবর থেকে ওই সমীক্ষা চালায়।
সমীক্ষায় দেখা গেছে, ২০১৮ সালের মার্চ মাসের তুলনায় অক্টোবর পর্যন্ত আইফোন ব্যবহার ধরে রাখার হার ১৫ দশমিক ২ শতাংশ কমেছে। ২৬ শতাংশ নতুন কোনো ব্র্যান্ডের দিকে যাওয়ার কথা বলেছে। ৭ দশমিক ৭ শতাংশ গ্যালাক্সি এস৯ ব্যবহারকারী আইফোন ব্যবহারের পরিকল্পনার কথা বলেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কানটার রিসার্চের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন—এ তিন মাসে যুক্তরাষ্ট্রে যত ফোন বিক্রি হয়েছে, তার ৩৬ শতাংশ আইফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ কম।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার বলছে, এ বছর বিশ্বজুড়ে ৬ কোটি ৮০ লাখ ইউনিট ফোন বিক্রি কমবে। অর্থাৎ স্মার্টফোনের বাজার ৩ দশমিক ৮ শতাংশ কমছে।