অপোর অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশন স্মার্টফোন
বাংলাদেশের বাজারে মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশন এফ ১১ প্রো স্মার্টফোনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চীনা মোবাইল ফোন নির্মাতা অপো। গতকাল রোববার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এক অনুষ্ঠানে নতুন ফোনটির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
অ্যাভেঞ্জার্স থিমের ওপর ভিত্তি করে স্মার্টফোনটির রঙ ও নকশা নির্ধারণ করা হয়েছে। স্মার্টফোনের সঙ্গে রয়েছে ক্যাপ্টেন আমেরিকা থিমের স্মার্টফোন কেস।
অপোর কর্মকর্তারা জানান, ফোনটিতে আকর্ষণীয় নকশার পাশাপাশি উন্নত প্রযুক্তির রাইজিং ক্যামেরা। ফোনে ভুক ফ্লাশ চার্জ ৩.০, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। এর পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা। এর মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেলের।
অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডামোন ইয়াং বলেন, ‘অনেক তরুণ ফ্যান রয়েছে যারা অ্যাভেঞ্জার্সের মতো শক্তিশালী ও আইকনিক কিছু চান। তরুণদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে মার্ভেল স্টুডিওর অ্যাভেঞ্জার্স: এন্ডগেমের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। ফোনটির জন্য আগাম ফরমাশ দেওয়া যাবে। ৩ মে থেকে এটি দেশে সরবরাহ করবে অপো। ফোনটির দাম ৪২ হাজার ৯৯০ টাকা।