আসছে শাওমির নতুন মোবাইল 'মি ৯'
নতুন স্মার্টফোন আনছে চীনা অ্যাপলখ্যাত শাওমি। ২০ ফেব্রুয়ারি চীনে ‘মি ৯’ স্মার্টফোনের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। এর আগে নতুন ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হলেও এবারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
লেই জুন চীনের সামাজিক যোগাযোগের সাইট ওয়েবুতে লিখেছেন, কোয়ালকমের তৈরি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট দিয়ে তৈরি হচ্ছে মি ৯ ফোনটি। ২০ ফেব্রুয়ারি ওই ফোনটির মাধ্যমে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেটের উদ্বোধন হচ্ছে।
অবশ্য, এর আগে ডিসেম্বর মাসে লেনোভো তাদের জেড৫ প্রো জিটি ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ব্যবহার করেছে।
লেই জুনের কথার পাশাপাশি শাওমি অফিশিয়াল ওয়েবু আকাউন্ট থেকে মি ৯–এর তথ্য প্রকাশ করা হয়েছে। এতে ওই স্মার্টফোনে গোলাপি ও নীল রঙের গ্র্যাডিয়েন্ট ফিনিশ দেখানো হয়েছে। এর আগে শাওমি তাদের ফোন তৈরিতে ন্যানো স্কেলে লেজার হলোগ্রাফি প্রক্রিয়ায় ডাবল লেয়ার কোটিংয়ের কথা বলা হয়।
শাওমির বৈশ্বিক মুখপাত্র ডনোভান সুং ওই স্মার্টফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার ইঙ্গিত দিয়েছেন।
গিকবেঞ্চ লিস্টিং ও বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মি ৯ ফোনটিতে অ্যান্ড্রয়েড ৯ পাই ওএস, সাড়ে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৬ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন থাকছে। এর পেছনে তিন ক্যামেরা সেটআপ থাকবে। সামনে থাকবে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা।
২০ ফেব্রুয়ারি অনুষ্ঠানে নতুন স্মার্টফোনের পাশাপাশি নতুন মি রাউটারের ঘোষণা দিতে পারে শাওমি। চীনের বেইজিংয়ে এ আয়োজন করবে শাওমি কর্তৃপক্ষ।