আসছে নতুন তিন আইফোন
নতুন বছর মানেই নতুন আইফোন। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ২০১৯ সালে নতুন তিন মডেলের আইফোন বাজারে আনতে পারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছরের অক্টোবর মাসে নতুন আইফোন বাজারে আসতে পারে। এর মধ্যে একটি মডেলে এলসিডি ডিসপ্লের ব্যবহার হতে পারে। এ মডেলটি তুলনামূলকভাবে কম দামে বিক্রি হবে। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওয়াল স্ট্রিট জানিয়েছে, এবারের নতুন আইফোনে বেশ কিছু উদ্ভাবনী ফিচার যুক্ত করবে অ্যাপল। এর মধ্যে আইফোনের পেছনে তিনটি ক্যামেরা যুক্ত করার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। নতুন আইফোনের নাম নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। একে আইফোন ১১ বলা হতে পারে।
অবশ্য নতুন আইফোন ঘিরে ওঠা গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল কর্তৃপক্ষ।
এর আগে গত বছরে বাজারে আনা আইফোন এক্সআর মডেলে এলসিডি ডিসপ্লে যুক্ত করেছিল অ্যাপল। সাশ্রয়ী মডেল হিসেবে বাজারে আনা আইফোন এক্সআর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে বাজার বিশ্লেষকেরা দাবি করেছেন। তবে এর চাহিদা কমতে থাকায় ১০ শতাংশ পর্যন্ত উৎপাদন কমিয়েছে প্রতিষ্ঠানটি। তবে, নতুন বছরে আবার এলসিডি ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আসার খবরে অনেকেই অবাক হয়েছেন।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, আইফোন বিক্রি কমে যাওয়ায় অ্যাপলের মুনাফার পরিমাণ কমেছে। অ্যাপলকে টপকে স্মার্টফোন বাজারের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীনের হুয়াওয়ে। তাই বিনিয়োগকারীরা অ্যাপলকে সতর্ক করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে এলসিডি ডিসপ্লের আইফোন তৈরির কাজে ব্যস্ত রয়েছে অ্যাপল। তবে ২০২০ সাল থেকে এলসিডি ডিসপ্লেযুক্ত ফোন তৈরি বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি। আগামী বছর থেকে সবগুলো আইফোনে ওএলইডি ডিসপ্লে দেখা যাবে।