ভারতকে অসাধারণ দল বলা যাচ্ছে না কারণ...

নিউজিল্যান্ডে টেস্টে সময়টা ভালো কাটছে না ভারতের। ছবি: রয়টার্স
নিউজিল্যান্ডে টেস্টে সময়টা ভালো কাটছে না ভারতের। ছবি: রয়টার্স
>

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে জিততে শুরু না করলে ভারতকে অসাধারণ বলা যায় না বলেই মনে করেন মাইকেল ভন

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারত এক নম্বর দল। কিন্তু নিউজিল্যান্ডে পারফরম্যান্স দেখে তা বোঝা যাচ্ছে? মাইকেল ভন অন্তত এ রকমই মনে করছেন। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দলটির পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারছে না সাবেক ইংল্যান্ড অধিনায়ককে।

ওয়েলিংটনে প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। ক্রাইস্টচার্চ টেস্টেও সফরকারিরা তেমন ভালো অবস্থানে নেই। প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয় ভারত। নিউজিল্যান্ডকে আজ দ্বিতীয় দিনে ২৩৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বিরাট কোহলির দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে ভারত। ভন অবশ্য ভারতের সমালোচনা করে টুইট করেছেন গতকাল।

ভারতের প্রথম ইনিংস সন্তুষ্ট করতে পারেনি ভনকে। তিনটি ফিফটি ছিল কিন্তু কেউ ইনিংস বড় করতে পারেনি। শেষ ৬ উইকেট পড়েছে ৪৮ রানে। ইংল্যান্ডের সাবেক এ টপ অর্ডার ব্যাটসম্যান টুইট করেন, ‘এমন কন্ডিশনে যেখানে বাতাসে বল এদিক-সেদিক হয়, সেখানে কীভাবে খেলতে হবে, ভারতকে সেই শিক্ষাই দিচ্ছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো জায়গায় জিততে শুরু না করলে তাদের (ভারত) অসাধারণ দল বলা যায় না।’

ভনের টুইট। ছবি: টুইটার
ভনের টুইট। ছবি: টুইটার

ভারতের প্রথম ইনিংসে ১০টি উইকেটই নিয়েছেন কিউই পেসাররা। দ্বিতীয় ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের উইকেটও পেসার ট্রেন্ট বোল্টের। ভারতের ব্যাটসম্যান হনুমা বিহারি অবশ্য প্রথম ইনিংসে বাজে খেলার জন্য দুষেছেন নিজেদেরই, ‘উইকেটের কারণে কেউ আউট হয়নি। বেশির ভাগ আউটই ব্যাটসম্যানদের ভুলের জন্য।’