বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়াকে পেল বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস মেয়েদের। ছবি: টি২০ ওয়ার্ল্ড কাপ টুইটার পেজ
বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস মেয়েদের। ছবি: টি২০ ওয়ার্ল্ড কাপ টুইটার পেজ
>

মেয়েদের ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারতের গ্রুপে লড়াই করবে বাংলাদেশ

সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। কাল বাছাইপর্বের ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে শিরোপাও জিতেছে তারা। এ ফাইনালের পর চূড়ান্ত হয়েছে মেয়েদের ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। আর সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তি।

কাল ফাইনালে মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। ৭০ রানের বড় জয় তুলে নেয় সালমা খাতুনের দল। এ নিয়ে টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে মেয়েরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের বাকি চার প্রতিপক্ষ—অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া মেয়েদের এ সংস্করণে বর্তমান চ্যাম্পিয়ন। আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি তাদের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশের মেয়েরা। ‘বি’ গ্রুপের পাঁচ দল—ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলে এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ ও থাইল্যান্ডকে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতম জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। যেসব সমর্থক এখানে (অস্ট্রেলিয়া) আছেন আর বাইরে থেকেও অনেকেই প্রচুর সমর্থন দেবেন এ দুটি দলকে।’