দেশ নয়, টাকা বেছে নিয়েছিলেন ডি ভিলিয়ার্স!

এবার শোয়েব আখতারের সমালোচনার শিকার হলেন ডি ভিলিয়ার্স। ছবি: এএফপি
এবার শোয়েব আখতারের সমালোচনার শিকার হলেন ডি ভিলিয়ার্স। ছবি: এএফপি
>

এর আগে নিজ দেশের অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনা করেছিলেন শোয়েব আখতার। এবার তাঁর লক্ষ্য সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। টাকার জন্যই দেশের হয়ে খেলা ছেড়েছেন তিনি, এমনটাই মন্তব্য শোয়েবের।

অবসর ভেঙে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ফিরতে চেয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স, এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনা হচ্ছে প্রচুর। এবার সমালোচকদের দলে যোগ দিলেন শোয়েব আখতারও। সাবেক এই পাকিস্তানি পেসার বলেছেন, দেশের বদলে টাকাকেই প্রাধান্য দিয়েছেন ডি ভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্সের সমালোচনা করে একটি ভিডিও পোস্ট করেন শোয়েব। সেখানেই সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যানকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। মনোযোগ কাড়ার চেষ্টা না করে নিজের সিদ্ধান্তে অটল থাকার মতো সাহসিকতা দেখানোরও আহ্বান জানিয়েছেন শোয়েব।

শোয়েব বলছেন, বিশ্বকাপের আগে অবসর নেওয়াই ডি ভিলিয়ার্সের বড় ভুল ছিল, ‘তাঁর হাতে দুই বছর ছিল। মানুষ তাঁকে মনে রাখত। সিদ্ধান্তটা (আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া) মোটেও সঠিক ছিল না। আর এখন কিনা সে ফিরে আসতে চাইছে। এটা মনোযোগ আকর্ষণের চেষ্টা ছাড়া আর কিছুই না। অবসরের সিদ্ধান্তটাই ভুল ছিল, এখন ফিরে আসার কথা বলাটা আরেক ভুল। সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটিতে অটল থাকার মতো সাহস থাকা উচিত। এভাবে নিজের নাম (ইতিহাস থেকে) মুছে ফেলো না।’

২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছে শোচনীয়। প্রথম তিন ম্যাচের সব কটিই হেরেছে। দক্ষিণ আফ্রিকার এমন করুণ অবস্থার পেছনেও ডি ভিলিয়ার্সের দায় দেখছেন শোয়েব, ‘বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার এ রকম অবস্থা তার কারণেই। দলটার মিডল অর্ডারে যদি সে থাকত, তাহলে তারা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারত। দেশের বদলে সে টাকাকে বেছে নিয়েছে। এটি খুব দুঃখজনক।’

দেশের হয়ে খেলেননি, কিন্তু আইপিএলসহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঠিকই খেলে বেড়িয়েছেন। ডি ভিলিয়ার্সের এমন সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেছেন শোয়েব, ‘নিজের আর্থিক অবস্থার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে সে। তাঁর এটা ভুলে যাওয়া উচিত হয়নি, দেশ সবার আগে। অনায়াসে আরও দুই বছর খেলতে পারত সে। এই বিশ্বকাপসহ আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারত। কিন্তু তার বদলে অবসর নিয়ে আইপিএল, পিএসএলে খেলেছে সে।

ডি ভিলিয়ার্স প্রসঙ্গে বলতে গিয়ে নিজের কথাও টেনে এনেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। কীভাবে অর্থের ঝনঝনানি উপেক্ষা করে দেশের প্রতি দায়িত্ব পালন করেছেন, সেটিই বলেছেন তিনি, ‘টাকা উপার্জন করায় দোষের কিছু নেই, কিন্তু সেটা তো ঠিক পথে করতে হবে! আইসিএলে খেলার জন্য আমাকে লাখ লাখ ডলারের লোভ দেখানো হয়েছিল, বিনিময়ে আর কখনো পাকিস্তানের হয়ে না খেলার কথা বলা হয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। বরং এর চেয়ে অর্ধেক টাকায় আইপিএলে খেলেছি।’