মোস্তাফিজ ফিরেছেন, আছেন তামিমও
ওয়েলিংটনে দুই দিন ধুয়ে গেছে বৃষ্টিতে। তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে। ইতিমধ্যেই বেসিন রিজার্ভে হয়ে গেছে টস। বাংলাদেশ কোচের কাছে টসটা ছিল মহাগুরুত্বপূর্ণ। মাঠে নামার আগে তাঁর বক্তব্যে তাই জানা গেছে। তবে টস জেতা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। নিউজিল্যান্ড টস জিতলে ফিল্ডিং নেবে এটা অনুমিতই ছিল।
বাংলাদেশের একাদশে মোস্তাফিজ ফিরবেন আগেই কিছুটা আঁচ পাওয়া গিয়েছিল। তবে শঙ্কা ছিল তামিমকে নিয়ে। সে শঙ্কা আপাতত নেই। দেশসেরা এই ওপেনার থাকছেন সিরিজের দ্বিতীয় টেস্টে।
বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল
সাদমান ইসলাম
মুমিনুল হক
মোহাম্মদ মিঠুন
সৌম্য সরকার
মাহমুদউল্লাহ রিয়াদ
লিটন দাস
তাইজুল ইসলাম
আবু জায়েদ
মোস্তাফিজুর রহমান
ইবাদত হোসেন