কোহলিদের সেনা-টুপি পছন্দ হয়নি পাকিস্তানের
>রাঁচিতে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে সেনাদের টুপি পরে মাঠে নেমেছিল ভারতীয় দল। এ নিয়ে সমালোচনা চলছে পাকিস্তানে
ক্রিকেটারদের মাথায় প্রথাগত ক্রিকেটীয় টুপি নয়, সেনাবাহিনীর টুপি। কাল রাঁচিতে এমন টুপি পরে মাঠে নেমেছিল ভারত। কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহত ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথাগত টুপি ছেড়ে সেনাদের টুপি পরেছিল ভারতীয় দল। এ ছাড়া দলের প্রত্যেক ক্রিকেটার রাঁচির ম্যাচ ফি তুলে দিয়েছেন জাতীয় প্রতিরক্ষা তহবিলে। এই তহবিলের টাকা ব্যয় করা হয় ভারতীয় সেনাদের পরিবারের দেখাশোনা এবং তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য। সেনাদের টুপি পরে মাঠে নামায় ভারতে কোহলিদের প্রশংসা চললেও পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর কাছে তা ভালো লাগেনি। তাঁর দাবি, ভারতীয় দল সেনাদের টুপি পরে মাঠে নেমে খেলাটিকে ‘রাজনৈতিকীকরণ’ করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলার সময় ফাওয়াদ চৌধুরী টুইট করেন, ‘এটা ক্রিকেট নয়। ভদ্রলোকের খেলাকে রাজনৈতিকীকরণের জন্য আশা করি আইসিসি পদক্ষেপ নেবে। ভারতীয় ক্রিকেট দল (সেনাদের টুপি পরা) না থামলে পাকিস্তান ক্রিকেট দলেরও উচিত হবে কালো ব্যাজ পরে মাঠে নামা, কাশ্মীরে ভারতের নৃশংসতা বিশ্বকে মনে করিয়ে দেওয়া। পিসিবিকে এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর অনুরোধ করছি।’
পাকিস্তানের সিনিয়র সাংবাদিক ওয়াইজ তৌহিদও এ বিষয়ে টুইটে ক্ষোভ ঝাড়েন, ‘ভারতীয় ক্রিকেট দলে যুদ্ধের উন্মত্ততা, আর কোহলি ও ধোনির মতো কিংবদন্তিদের তা নেতৃত্ব দিতে দেখে খারাপ লাগছে। নায়কদের পরাজিতের মতো আচরণ করা উচিত নয়।’ এই উপমহাদেশের অনেক উঠতি ক্রিকেটারের কাছে কোহলি ও ধোনি আদর্শ—ওয়াইজ তৌহিদ তাঁর টুইটে এ কথা বোঝাতে চেয়েছেন বলে মন্তব্য পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের। দেশটির আরেক সিনিয়র সাংবাদিক মাজহার আব্বাসের টুইট, ‘এটি ভারতীয় ক্রিকেটের সামরিকীকরণ। খেলাধুলা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করতে পারে, তবে এভাবে নয়। ক্রিকেটারদের রাজনীতিতে টেনো না—আইসিসির এটি খেয়াল করা উচিত।’