তাসকিন চ্যালেঞ্জ নন রুবেলের জন্য
দেশি ক্রিকেটাররা এবারের বিপিএলে ব্যাট হাতে বড় ভূমিকা রাখতে পারছেন না—এটা যদি ক্রিকেটপ্রেমীদের অপ্রাপ্তি হয়, তাহলে দেশের বোলিং তারকারা সেটি বেশ ভালোভাবেই ঘুচিয়ে দিতে পেরেছেন। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিদেশি তারকাদের আধিক্য থাকলেও উইকেট পাওয়ার লড়াইয়ে বিদেশিদের চেয়ে বড় ব্যবধানেই এগিয়ে দেশিরা। সেরা বোলারদের প্রথম সাতজনই বাংলাদেশের! মাঝে রবি ফ্রাইলিঙ্ক একটু বেখাপ্পা করে দিয়েছেন। না হলে শীর্ষ ১০ জনের ৯ জনই বাংলাদেশি বোলার!
২০ উইকেট নিয়ে তাসকিন তালিকায় শীর্ষে। সাকিব নিয়েছেন ১৭ উইকেট। একসময় তালিকার শীর্ষে থাকা মাশরাফির উইকেট ১৬টি। চতুর্থ আর পঞ্চম স্থানে আছেন জাতীয় দলের বাইরের আরাফাত সানি (১৪) আর শফিউল ইসলাম (১৩)। ১৩ উইকেট আছে জাতীয় দলের দুই নতুন আর এক প্রায় ভুলে যাওয়া দুই মুখেরও (আবু জায়েদ, খালেদ ও শফিউল)। রুবেল হোসেনের ভক্তরা অবশ্য একটু মন খারাপই করতে পারেন। এতজনের নামের ভিড়েও রুবেলের নাম এল না!
১০ উইকেট নিয়ে রুবেল আছেন ১৫ নম্বরে! তাসকিনের নিজেকে ফিরে পাওয়া আর রুবেলের নিজেকে হারিয়ে ফেলা জাতীয় দলে অন্য এক সমীকরণ তৈরি করতে পারে। তিন পেসার নিয়ে খেলার ছক কষা বাংলাদেশ একাদশে দুটি জায়গা মাশরাফি আর মোস্তাফিজের দখলে। তৃতীয় জায়গাটি নিয়ে কি তাসকিন ও রুবেলের মধ্যে বেশ লড়াই হবে। নিউজিল্যান্ড সফরের আগে রুবেল কি বাড়তি চাপ অনুভব করছেন?
আজ সাংবাদিকদের সামনে আসা রুবেল অবশ্য দাবি করলেন, ‘না, আমি কোনো চ্যালেঞ্জ অনুভব করি না। আমার লক্ষ্য হচ্ছে প্রতি ম্যাচে ভালো বোলিং করা। মাঝেমধ্যে ভালো বোলিংয়েও উইকেট আসে আবার আসে খারাপ বোলিং করেও। উইকেট প্রাপ্তিটা অনেক ক্ষেত্রেই ভাগ্যের ওপর নির্ভরশীল। তাসকিনসহ অন্যরা খুবই ভালো বোলিং করছে। তবে এসব নিয়ে আমি ভাবি না, আমার লক্ষ্য ম্যাচে ভালো বোলিং করা, ম্যাচটা ভালোভাবে শেষ করা।’
ঢাকা ডায়নামাইটসের গুরুত্বপূর্ণ অংশ রুবেল। বেশ কয়েকটি ম্যাচেই দলকে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট এনে দিয়েছেন। তবে ঢাকা পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা হারিয়েছে সর্বশেষ দুটি ম্যাচ হেরে। সামনের কঠিন চ্যালেঞ্জগুলোর আগে রুবেলের কণ্ঠে আশাবাদ, ‘এবারের বিপিএলে সব দলই মোটামুটি ভালো। চিটাগং ভাইকিংস খুব ভালো খেলছে। ওরা হয়তো গত দুই ম্যাচ হেরেছে। আমরাও শীর্ষস্থান হারিয়েছি শেষ দুটি ক্লোজ ম্যাচ হেরে। পরের ম্যাচে যদি জিততে পারি, তাহলে আমাদের জন্য হয়তো সুযোগটা চলে আসবে।’
নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিটা কেমন হচ্ছে রুবেলের? সেখানকার সিম সহায়ক উইকেটে পারবেন দলের সাফল্যে ভূমিকা রাখতে? রুবেল বলছেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী। নিউজিল্যান্ড সফরে দলে আছি, এতে খুশি, ভালো লাগছে। বিপিএলে মোটামুটি ভালো করছি। বাকি ম্যাচগুলো ভালোভাবে শেষ করতে পারলে আমি নিউজিল্যান্ডেও ভালো করার ব্যাপারে আশাবাদী।’