বিপিএল সিলেট পর্বের সূচি ও সময় দেখুন এখানে

ঢাকার প্রথম পর্ব শেষে আজ শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। প্রতিদিন দুটি করে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায় আর দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ছয়টায়। শুধু শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা দুইটায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এই পর্ব শেষে ২১ জানুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল।
১৫ জানুয়ারি | খুলনা টাইটানস-রাজশাহী কিংস | ডে |
১৫ জানুয়ারি | সিলেট সিক্সার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস | নাইট |
১৬ জানুয়ারি | ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস | ডে |
১৬ জানুয়ারি | সিলেট সিক্সার্স-রংপুর রাইডার্স | নাইট |
১৮ জানুয়ারি | সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটস | ডে |
১৮ জানুয়ারি | কুমিল্লা ভিক্টোরিয়ানস-খুলনা টাইটানস | নাইট |
১৯ জানুয়ারি | সিলেট সিক্সার্স-রংপুর রাইডার্স | ডে |
১৯ জানুয়ারি | চিটাগং ভাইকিংস-খুলনা টাইটানস | নাইট |