চিন্তার কিছু নেই ওয়েস্ট ইন্ডিজের!

ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ছবি: প্রথম আলো
ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ছবি: প্রথম আলো
টেস্টে হয়েছে ধবলধোলাই। ওয়ানডে সিরিজের আগে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তবুও ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ নিক পোথাস বলছেন, চিন্তার কিছু নেই!


টেস্টের ক্ষতে প্রলেপ না পড়তেই ওয়েস্ট ইন্ডিজকে আরেকটা বার্তা দিয়েছে বিসিবি একাদশ। কাল বিকেএসপিতে ক্যারিবীয়দের রান উৎসবের জবাবে রানের বন্যা বইয়েছে বিসিবি একাদশ। ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছেনও মাশরাফিরা। টেস্ট সিরিজে ধবলধোলাই, প্রস্তুতি ম্যাচে হার, দেশের মাঠে ওয়ানডেতে বাংলাদেশের অসাধারণ রেকর্ড, ক্যারিবীয়দের ছন্দে না থাকা—একটা দলের কোচের ঘুম হারাম হতে আর কী লাগে! অথচ উইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ নিক পোথাস বলছেন, তাঁর কোনো চিন্তা নেই!

উপমহাদেশে আসার পর ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য বলতে পারেন, দেশের মাঠেই বা উইন্ডিজ কী এমন সফল? গত জুলাই-আগস্টে বাংলাদেশই তো তাদের মাঠেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে। এবার বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছে টেস্ট সিরিজেও। পরশু থেকে শুরু ওয়ানডে সিরিজের আগে বোঝার ওপর শাকের আঁটি হিসেবে যোগ হয়েছে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে হার। এই হারের পরও নির্ভার থাকতে চাইছেন নিক পোথাস, ‘এ নিয়ে চিন্তার কিছু নেই। প্রস্তুতি ম্যাচে আমরা কিছু জিনিস চেষ্টা করেছি। প্রস্তুতি ম্যাচ খেলাই হয় এ কারণে। ওয়ানডের কিছু খেলোয়াড় এখানে এলই কিছুদিন আগে। জড়তা কাটিয়ে ওঠার দরকার ছিল তাদের। কিছু জিনিস চেষ্টা করেছি আমরা। এটা আপনি বারবার করতে পারবেন না। এখন একটা দল হিসেবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

টেস্ট ধবলধোলাইয়ের ‘প্রতিশোধ’ নেওয়ার সঙ্গে সিরিজে আরও কিছু প্রমাণের আছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম দুটি বিশ্বকাপজয়ী দলটি ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর খেলা ১৩ সিরিজের কোনোটিতেই জিততে পারেনি (২০১৭ সালে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুটি সিরিজ ড্র হয়েছিল)। সীমিত ওভারের ক্রিকেটের এই দুর্দশা কাটিয়ে ওঠার শুরুটা বাংলাদেশ থেকেই করতে চান পোথাস। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘টেস্ট সিরিজ শেষ, আমাদের ওটা পেছনে ফেলেই এগিয়ে যেতে হবে। ওয়ানডেতে আমরা আরও অনেক বেশি উন্নতির কথা ভাবছি। সাদা বলে বহুদিন ধরে আমরা ভালো খেলছি না। ওয়ানডেতে ভালো করে আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে।’ উইন্ডিজের ওয়ানডে দলে যোগ দিয়ে প্রস্তুতি ম্যাচও খেলেছেন মারলন স্যামুয়েলস-কার্লোস ব্রাফেটরা। তাঁদের অভিজ্ঞতায় ভর করে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চান পোথাস। উইন্ডিজ কোচ সরলভাবে সেটি বললেনও, ‘সেই প্রত্যাশা ছাড়া আর কী করার আছে!’

যখন জানতে চাওয়া হলো, এই সিরিজে ফেবারিট কোন দল, পোথাসের পাল্টা প্রশ্ন, ‘আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করছেন?’