বাংলাদেশের জন্য টুপি খোলা শ্রদ্ধা শেবাগদের
আরেকটি এশিয়া, আরেকটি ফাইনাল। আরেকটি শেষ বলের বেদনা। ২০১৮ এশিয়া কাপ আরেকবার ফিরিয়ে আনল ২০১২ ও ২০১৬ সালের স্মৃতি। তাই বলে সদ্য সমাপ্ত এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের কোনো প্রাপ্তি নেই, এটা ভুলেও ভাবা যাবে না। ভারতের সাবেক ক্রিকেটারদের কাছ থেকে সমীহ আদায় করে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। নিজেদের এশিয়া কাপ জয়ের আনন্দটা গায়ে মাখতে মাখতেই তাঁরা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের। প্রশংসা করেছেন বাংলাদেশের লড়াকু মনোভাবের।
২০১০ সালে বাংলাদেশ সফরে আসার পর থেকেই এ দেশে অজনপ্রিয় এক ব্যক্তি বীরেন্দর শেবাগ। কারণ, বাংলাদেশ দলকে তাঁর সাধারণ মানের মনে হয়েছিল। এ নিয়ে কম কথা হয়নি। সুযোগ পেলে এখনো বাংলাদেশের কড়া সমালোচনা করতে ছাড়েন না এই সাবেক ওপেনার। কিন্তু গতকালের ফাইনালের পর বাংলাদেশকে প্রশংসাই শুনিয়েছেন শেবাগ। সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই ফাইনালে উঠেছে। ফাইনালেও ব্যাটসম্যানদের ব্যর্থতা আড়াল করে দিতে দাঁতে দাঁত চেপে লড়েছেন বোলাররা। শেষ বলে ম্যাচ টেনে নেওয়ার এ মনোভাব মুগ্ধ করেছে শেবাগকে, ‘বাংলাদেশ, এত কাছে তবু কত দূরে। এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ছাড়াও এমন উজ্জীবিত লড়াই উপহার দেওয়ায় বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান জানাচ্ছি। এ জয়ের পরও ভারতের উন্নতির অনেক জায়গা আছে। আমি আশাবাদী ওরা আরও ভালো করবে।’
ভিভিএস লক্ষ্মণও বাংলাদেশের এই লড়াই, শরীরী ভাষায় মুগ্ধ। ভারতের সপ্তম এশিয়া কাপ জয়ের বন্দনার চেয়ে টুইটারে বাংলাদেশ স্তুতিতেই সময় বেশি দিয়েছেন সাবেক ব্যাটসম্যান। তাই শেবাগের মতোই বাংলাদেশের উদ্দেশ্যে টুপি খোলা সম্মান জানাচ্ছেন লক্ষ্মণ, ‘এশিয়া কাপ জেতায় ভারতকে অভিনন্দন। সাকিব ও তামিমকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। তবু দৃঢ়চেতা মনোভাব দেখিয়ে দুর্দান্ত লড়াই করেছে, হাল ছাড়েনি এবং নিজেদের শেষ বিন্দু দিয়ে লড়েছে—এ কারণে তাদের প্রতি বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান।’