অনেক কিছু নিয়েই মুখ খুললেন সাম্পাওলি
>খাদের কিনারায় আর্জেন্টিনা। একটু এদিক-ওদিক হলেই আজ মেসিদের বিশ্বকাপ-স্বপ্ন শেষ! এ পরিস্থিতি সৃষ্টির পেছনে আর্জেন্টিনা-সমর্থকেরা কাঠগড়ায় তুলছেন সাম্পাওলিকে। গত কদিন যা হয়েছে, আর্জেন্টিনা কোচের মনে হয়েছে, তিনি বিরাট অপরাধ করে ফেলেছেন! সব ভুলে সাম্পাওলি এখন তাকাচ্ছেন সামনে
ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর বড় ঝড়ই গেছে আর্জেন্টিনা দলে। এই ঝড়ে বেশি আক্রান্ত হয়েছেন হোর্হে সাম্পাওলি। গুঞ্জন উঠেছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে সাম্পাওলির অদ্ভুত কৌশলের সঙ্গে মেসি বা আগুয়েরোদের কেউই খাপ খাওয়াতে পারেননি, তাঁর কৌশল পছন্দ করতে পারেননি খেলোয়াড়েরা। এখানেই শেষ নয়, এমনও শোনা গেছে, খেলোয়াড়েরা নাকি সাম্পাওলির বিদায় চেয়েছেন আর নাইজেরিয়ার বিপক্ষে দলের কোচ হিসেবে চেয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক তারকা হোর্হে বুরুচাগাকে। এই যে এত কিছু হয়েছে চারদিকে, সবকিছু দেখে সাম্পাওলির মনে হয়েছে, তিনি অনেক বড় ‘অপরাধ’ করেছেন।
মাঠে ও মাঠের বাইরের নানা ঘটনায় আর্জেন্টিনা দলকে মনে হতে পারে ‘অসুখী এক পরিবার’। তবে খেলোয়াড়-কোচ সবাই চাইছে সব গুঞ্জনের অবসান ঘটাতে। সবাই বোঝাতে চাইছে, কোচের বিরুদ্ধে কোনো ‘বিদ্রোহ’ হয়নি। হাভিয়ের মাচেরানো সোমবারই জানিয়েছেন, কোচের সঙ্গে তাঁদের সম্পর্ক খুব স্বাভাবিক। সাম্পাওলিও চাইছেন ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে। তবে গত কদিন যা হয়েছে, তাতে কেমন লেগেছে, সেটিই কাল সেন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলনে বললেন আর্জেন্টিনা কোচ।
এত এত ঘটনার পর এই প্রথম সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন। বললেন অনেক কিছু নিয়েই। প্রথমেই বললেন আজকের ম্যাচটি নিয়ে, ‘ম্যাচে হারলেই আপনি ব্যর্থদের তালিকায় পড়ে যাবেন। কখনো ভার্চ্যুয়াল জগতে যা হয়, একটা ম্যাচ হারলে মনে হবে আপনি বড় অপরাধী।’ তবে সব সংবাদে যে সাম্পাওলির বিশ্বাস নেই, সেটিও জানিয়ে রাখলেন, ‘আমি ভুয়া খবর, অসত্যকে গুরুত্ব দিই না। তবে প্রতিদিন যাদের সঙ্গে আমাকে কাজ করতে হয়, তারা এ ধরনের খবরে আক্রান্ত হয়।’
আজ সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার বিপক্ষে হারলেই আর্জেন্টিনার বিদায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে যে ভুল ছকে নেমেছিলেন, সেটি তো স্বীকার করেছেনই। সাম্পাওলি এ–ও ইঙ্গিত দিয়ে রাখলেন, ওই ‘বেলতলায়’ তিনি আর যেতে চান না, ‘আমার মনে হয় ম্যাচটা জটিল হয়ে গিয়েছিল মেসির কাছে। যে ছকে খেলেছিলাম, সেটি ওর জন্য জুতসই ছিল না। মাঝমাঠ থেকে খুব একটা বল তার কাছে আসেনি। আমরা চেষ্টা করব উন্নতির। নিশ্চিত এটার পুনরাবৃত্তি হবে না। আর্জেন্টিনার জন্য যেটা ভালো, নিশ্চিত লিওনেল মেসি আরও বেশি বল পাবে।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে মাত্র ৪৭ বার বল ছুঁয়েছেন মেসি, যেটি গোলরক্ষক উইলফ্রেদ কাবায়েরোর চেয়ে একটু বেশি। পুরো ম্যাচের প্রথমার্ধে মেসির কাছে পাস গিয়েছিল দুবার, ভাবা যায়!
দ্বিতীয় পর্বে যেতে হলে আজ আর্জেন্টিনা-নাইজেরিয়া দুই দলেরই জয়ের বিকল্প নেই। যেহেতু দুই দলই জয়ের লক্ষ্যে নামবে, ম্যাচটা খুবই আকর্ষণীয়-রোমাঞ্চকর হবে বলে ধারণা সাম্পাওলির। আর্জেন্টিনা কোচ আশাবাদী, তাঁরা দ্বিতীয় পর্বে জায়গা করে নিতে পারবেন। শুধু আজই নয়, সাম্পাওলি মনে করেন, বিশ্বকাপে নিজেদের স্বপ্ন পূরণ করতে হলে প্রতিটি ম্যাচই তাঁদের বাঁচা-মরার লড়াই, ‘আমাদের লক্ষ্য পূরণ করতে হলে পাঁচটা ম্যাচ পেরোতে হবে। কাল (আজ) হচ্ছে আমাদের প্রথম ফাইনাল। কাল (আজ) কে খেলবে, সেটি ব্যাপার নয়। তবে আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে নিতে হলে রক্তের শেষ বিন্দু দিয়ে সবাই চেষ্টা করবে। এর কোনো বিকল্প আমাদের নেই। আমি নিশ্চিত, এ বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা সংস্করণটাই কাল (আজ) আপনারা দেখতে পাবেন।’