সাম্পাওলির ওপর চটেছেন আগুয়েরো

কোচের ওপর চটেছেন আগুয়েরো। ছবি: টুইটার
কোচের ওপর চটেছেন আগুয়েরো। ছবি: টুইটার
ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের দায় নিজের কাঁধে তুলে নেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্সেরও দোষারোপ করেছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। এতেই চটেছেন সাম্পাওলিরই শিষ্য সার্জিও আগুয়েরো


ক্রোয়েশিয়ার কাছে হারের সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। এর পাশাপাশি শিষ্যদের সমালোচনা করেও বলেছেন, তাঁর রণকৌশলের সঙ্গে খেলোয়াড়েরা মানিয়ে নিতে পারছেন না। খেলোয়াড়দের কাছে নাকি তাঁর কথার কোনো দাম নেই! কোচের মুখ থেকে এমন কথা শোনার পর চটেছেন তাঁর শিষ্যই সার্জিও আগুয়েরো।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড থেকে একাদশ বাছাই নিয়েও বিতর্কের মুখে পড়তে হয়েছে সাম্পাওলিকে। মাউরো ইকার্দিকে কেন স্কোয়াডে রাখা হলো না? পাভোন, দিবালার মতো খেলোয়াড়দের কেন বেঞ্চে বসিয়ে রেখেছিলেন? এমন আরও নানা প্রশ্নের তির ছুটেছে সাম্পাওলির দিকে। শিষ্যরাও তাঁর ওপর ভালোই চটেছেন। সংবাদমাধ্যমে গুঞ্জন চলছে, নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগেই নাকি সাম্পাওলির প্রস্থান চান খেলোয়াড়েরা।

আগুয়েরো অবশ্য এ প্রসঙ্গে কিছু বলেননি। ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধ শুরুর ৯ মিনিটের মাথায় তাঁকে মাঠ থেকে তুলে নেন সাম্পাওলি। হারের পর বিমূঢ় হয়ে বেঞ্চে অনেকক্ষণ বসে ছিলেন আগুয়েরো। ম্যাচ শেষে সাম্পাওলি স্বীকার করে নেন, তাঁর ‘প্রকল্প ব্যর্থ হয়েছে’ এবং সে জন্য খেলোয়াড়দেরও দোষারোপ করেছেন চিলির এই কোচ। আগুয়েরো এর জবাবে সরাসরি কোনো মন্তব্য না করলেও বুঝিয়ে দিয়েছেন, কোচের কথাটা তাঁর ভালো লাগেনি। ম্যাচ শেষে মিক্সড জোনে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড বলেন, ‘সে যা খুশি বলতে পারে। রাগ ও দুঃখ—দুটোই লাগছে, যদিও এখনো সুযোগ আছে।’