বাংলাদেশের বিপক্ষে আজ জিতলেই ইতিহাস গড়বে আফগানরা
>দেরাদুনে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ জিতলেই নতুন ইতিহাস গড়বে আফগানিস্তান। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়ের বাইরে অন্য কোনো দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবেন রশিদ-নবীরা
আর কদিন পরেই নতুন এক ইতিহাস লেখা হবে আফগান ক্রিকেটে। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নামবেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। তার আগে আজ দেরাদুনেই আরেকটি ইতিহাস গড়ার সুযোগের সামনে দাঁড়িয়ে তারা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতলেই ইতিহাস ধরা দেবে আফগানদের হাতে। সিরিজের প্রথম ম্যাচটা ৪৫ রানে জিতেছে তাঁরা।
টেস্ট খেলুড়ে দেশের বাইরের প্রতিপক্ষের বিপক্ষে আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ২০১৩ সালে। স্কটল্যান্ডের বিপক্ষে সেবার দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল আফগানরা। দুই বছর পর প্রথম টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মুখ দেখে তাঁরা। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।
২০১৬ আর এ বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে আরও দুইবার টি-টোয়েন্টি সিরিজ জেতে আফগানিস্তান। জিম্বাবুয়ের বাইরে আর কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতেনি দলটি। তবে এই পরিসংখ্যানটা আজ পাল্টে দিতে পারেন রশিদ-নবীরা। বাংলাদেশের বিপক্ষে আজ জিতলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলে দ্বিতীয় কোনো টেস্ট দলের বিপক্ষে জয় পাওয়া হবে তাদের।
আফগানদের জন্য আরও দারুণ উপলক্ষ হলো, বাংলাদেশের বিপক্ষে এটাই তাঁদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। প্রথম সিরিজেই বাজিমাত করার স্বাদটা তো একটু অন্যরকমই হয়। জিম্বাবুয়ের বিপক্ষে জিততে জিততে তো আফগানদের অরুচিও ধরে যাওয়ার কথা, তাই রুচি পাল্টানোর এই তো মোক্ষম সুযোগ!