মেসি-সুয়ারেজদের ভুলতে পারছেন না নেইমার
নেইমারের দলবদলটা এখনো তেতো স্বাদ এনে দেয় বার্সেলোনার কাছে। লুইস ফিগোর পর এই প্রথম কোনো দলবদল এতটা তিক্ততা ছড়িয়েছে। দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা ছাড়লেও মন থেকে এখনো কাতালান ক্লাবকে সরাতে পারেননি নেইমার। পুরো ক্লাব নিয়ে নয়, প্রিয় দুই বন্ধু মেসি-সুয়ারেজের সঙ্গ না পাওয়াটা দুঃখ দিচ্ছে তাঁকে।
ব্রাজিল কিংবদন্তি জিকোর সঙ্গে ইউটিউবে এক সাক্ষাৎকারে ‘এমএসএন’–ত্রয়ী নিয়ে কথা বলেছেন নেইমার। সেখানেই জানিয়েছেন, ক্লাব হিসেবে বার্সেলোনার কথা ভাবেন না। বরং তাঁদের তিনজনের বন্ধুত্বের সময়টা হারিয়ে খুঁজছেন এখনো, ‘আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, সেটা অসাধারণ। বার্সেলোনা-জীবনের শুধু এ দুজনের অভাব অনুভব করি। প্রতিদিন আমরা যে মজা করতাম, সেটাই মূল কারণ।’
বিশ্বের আক্রমণভাগের সেরা ত্রয়ী হয়ে উঠেছিলেন মেসি-নেইমার-সুয়ারেজ। এর পেছনে মাঠের বাইরের সম্পর্কও ভূমিকা রেখেছিল, ‘এক ম্যাচে আমি কয়েকজনকে কাটিয়ে পাস দিয়েছিলাম। মেসিও কয়েকজনকে কাটিয়ে পাস দিল। এরপর সুয়ারেজও একইভাবে ড্রিবল করার চেষ্টা করল এবং ব্যাকফ্লিপ পাস দেওয়ার চেষ্টা করল। আমরা দুজন ওর দিকে তাকিয়ে হাসা শুরু করলাম। আমরা এতটাই কাছাকাছি ছিলাম, যখন কেউ কিছুতে ব্যর্থ হতো, তখনো হাসতে পারতাম। লকার রুমে যখন দেখা হলো, তখন সুয়ারেজ বলল, “তোমাদের ড্রিবলিং করতে দেখলাম, তাই আমিও করার চেষ্টা করলাম।”’