বয়স চুরির অভিযোগ করে জেতা আবাহনী ফাইনালে পেল অভিযুক্ত ফরাশগঞ্জকেই

ফাইনালে ওঠে আবাহনী যেন উড়ছে। ফাইল ছবি
ফাইনালে ওঠে আবাহনী যেন উড়ছে। ফাইল ছবি
>
  • অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আবাহনী
  • আজ আরামবাগের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে তারা

ফরাশগঞ্জের বিপক্ষে ১-০ গোলে হেরে অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল আবাহনী লিমিটেডের। ম্যাচ হেরে ফরাশগঞ্জের এক খেলোয়াড়ের বিপক্ষে বয়স চুরির অভিযোগ এনেছিল তারা। অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যাচে জয়ী হিসেবে ঘোষণা করা হয় আবাহনীর নাম। সেই আবাহনীই এখন খেলবে টুর্নামেন্টের ফাইনাল। আজ সেমিফাইনালে আরামবাগের বিপক্ষে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জিতেছে তারা।

নির্ধারিত সময় গোলশূন্য ড্রয়ের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলশূন্য ড্র। পরে টাইব্রেকারের স্নায়ুর লড়াইয়ে শেষ হাসি আবাহনীর। মজার বিষয় হলো ফাইনালে তাদের প্রতিপক্ষ ফরাশগঞ্জ। রোববার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

আজ প্রথম পাঁচ শটে দুই দলই করেছে তিনটি করে গোল। দুই গোলরক্ষক আটকেছেন দুটি করে শট। আরামবাগের গোলরক্ষক ও অধিনায়ক রাকিবুল করিম এবং আবাহনীর আরিফুল ইসলাম দারুণ সাহসিকতা পরিচয় দিচ্ছিলেন পোস্টের নিচে। শেষমেশ, সাডেন ডেথে তৃতীয় শটে গিয়ে আরামবাগের মোহাম্মদ সাগর বলটা তুলে দিলেন আবাহনী গোলরক্ষকের হাতে। পরের শটেই আবাহনীর বদলি খেলোয়াড় ওমর ফারুক মিঠু গোল করতেই আবাহনী নেচে ওঠে আনন্দে। তিনটি শট রুখে ম্যাচ জয়ের নায়ক গোলরক্ষক আরিফুল।