Login
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একঝলক
এক ঝলক (২৯ এপ্রিল ২০১৮)
আপডেট: ২৯ এপ্রিল ২০১৮, ১৩: ৩৩
১ / ২৫
ঢাকার আকাশে রংধনু। রোববার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়। দুপুরের পর বৃষ্টি থামলে দেখা দেয় রংধনু। কারওয়ান বাজার, ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: আবদুস সালাম
২ / ২৫
ঢাকায় সকালে বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা হাওয়া। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ২৫
বার্মিজ সোনালু বা বার্মা সোনালু ফুল। আদি নিবাস মিয়ামনার বলেই তার এই নাম। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ২৫
বৃষ্টিতে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার সড়কে পানি জমে যায়। ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: রাজীব হাসান
৫ / ২৫
যোগব্যায়ামের ক্লাস শেষে মরুভূমিতে এক শিক্ষার্থী। সিউদাদ খোয়ারেজ, মেক্সিকো, ২৯ এপ্রিল। ছবি: রয়টার্স
৬ / ২৫
ঢাকার বিভিন্ন স্থানে রোববার সকাল থেকে ভারী বৃষ্টি হয়েছে। কাকরাইল এলাকায় এমন অবস্থা। ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
৭ / ২৫
ভেনেজুয়েলার ক্রুজ দেল এস্তে বস্তি। কারাকাস, ভেনেজুয়েলা, ২৮ এপ্রিল। ছবি: রয়টার্স
৮ / ২৫
চট্টগ্রামে এই ফুল ‘বারোটা ফুল’ নামেই পরিচিত। শীলকূপ গ্রাম, বাঁশখালী, চট্টগ্রাম, ২৮ এপ্রিল। ছবি: হিমেল বড়ুয়া
৯ / ২৫
আঙুরের খেতে কাজ করছেন এক শ্রমিক। ফ্রিউলি, ইতালি, ২৮ এপ্রিল। ছবি: রয়টার্স
১০ / ২৫
এইচএসবিসি-প্রথম আলো আয়োজিত ভাষা প্রতিযোগের চট্টগ্রাম আঞ্চলিক উৎসব শুরু হয়েছে। আজ রোববার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম, ২৯ এপ্রিল। ছবি: সৌরভ দাশ
১১ / ২৫
নিকারাগুয়ায় সহিংসতা বন্ধের দাবিতে আয়োজিত মিছিলে শত শত মানুষ অংশ নেয়। মানাগুয়া, নিকারাগুয়া, ২৮ এপ্রিল। ছবি: রয়টার্স
১২ / ২৫
রাজধানী ঢাকার আকাশ রোববার সকালে হঠাৎ ছেয়ে যায় কালো মেঘে। নামে রাতের অন্ধকার। এ সময় আকাশে শোনা যায় মেঘের মুহুর্মুহু গর্জন। তারপর নামে বৃষ্টি। কারওয়ান বাজার এলাকা, ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: নাজনীন আখতার
১৩ / ২৫
বৃষ্টিতে ভিজেছে ছোট ছোট লিচু। কিছুদিন পরই পেকে লাল হবে বগুড়ার লিচু। এডওয়ার্ড পার্ক, বগুড়া, ২৯ এপ্রিল। ছবি: সোয়েল রানা
১৪ / ২৫
খাগড়াছড়ির দীঘিনালার একটি গর্ত থেকে শনিবার উদ্ধার করা হয় মেছো বাঘের শাবকটিকে। পরদিন বাঘটিকে বনে ছেড়ে দেয় বন বিভাগ। উত্তর রশিক নগর, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৯ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া
১৫ / ২৫
সকাল থেকে বৃষ্টি, বিপাকে দিনমজুরেরা। বৃষ্টির মধ্যেই যাত্রীর জন্য অপেক্ষায় এক রিকশাচালক। কাকরাইল, ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
১৬ / ২৫
লাল লাল ফুলে ছেয়ে গেছে বিশাল কৃষ্ণচূড়াগাছ। লক্ষ্মীপুর বাজার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: আনোয়ার হোসেন
১৭ / ২৫
শটি, বন-হলদি, জংলি-হলদি, গন্ধমূল ইত্যাদি নানা নামে পরিচিত এই ফুল। বনের ঝোপে বেশি জন্মে। পাঁচথুপি গ্রাম, কুমিল্লা আদর্শ সদর, সাম্প্রতিক ছবি। ছবি: এমদাদুল হক
১৮ / ২৫
গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় দীঘিনালা বন বিহার থেকে বের হয় শোভাযাত্রা। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৯ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া
১৯ / ২৫
অব্যবহৃত জলাশয় ছেয়ে গেছে কচুরিপানা ফুলে। নীলগাঁও এলাকা, সিলেট সদর, ২৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
২০ / ২৫
প্রচণ্ড গরমে স্বস্তি দিতেই গরুটাকে নিয়ে পানিতে নেমেছে শিশুটি। বাওরকান্দি হাওর এলাকা, সিলেট সদর, ২৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
২১ / ২৫
গৌতম বুদ্ধের আবির্ভাব উপলক্ষে বুদ্ধপূর্ণিমা পালন করে বৌদ্ধ সম্প্রদায়। তাঁর জন্ম, বোধি লাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে বৈশাখী পূর্ণিমার অপর নাম দেওয়া হয় ‘বুদ্ধপূর্ণিমা’। মন্দিরে মোমবাতি প্রজ্বালন করছেন ভক্তরা। নন্দনকানন বৌদ্ধমন্দির, চট্টগ্রাম, ২৯ এপ্রিল। ছবি: জুয়েল শীল
২২ / ২৫
বকেয়া মজুরি, মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে খুলনার পাটকলশ্রমিকেরা রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। শ্রমিকেরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। নতুন রাস্তা, খুলনা, ২৯ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
২৩ / ২৫
বুদ্ধপূর্ণিমায় পূজার জন্য মন্দিরে অর্ঘ্য নিয়ে এসেছেন ভক্তরা। নন্দনকানন বৌদ্ধ মন্দির, চট্টগ্রাম, ২৯ এপ্রিল। ছবি: জুয়েল শীল
২৪ / ২৫
সাপ্তাহিক ছুটি, শবে বরাত, বুদ্ধপূর্ণিমা আর মে দিবস মিলিয়ে টানা সাত দিনের লম্বা ছুটি পেয়ে পরিবার-পরিজন নিয়ে ছুটি কাটাতে অনেকেই ঘুরতে বেরিয়েছেন। সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় করছেন দেশের বিভিন্ন স্থান আসা পর্যটকেরা। মালিনীছড়া চা-বাগান, সিলেট, ২৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
২৫ / ২৫
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রদীপ প্রজ্বালন করছেন অনেকে। মেরুল-বাড্ডা, ঢাকা, ২৯ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একঝলক
থেকে আরও পড়ুন
একঝলক