উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ও সনেট দ্বারা ভীষণ প্রভাবিত ছিলেন প্যারাডাইস লস্ট-এর লেখক জন মিল্টন। খুব ছোটবেলাতেই তাঁর হাতে এসেছিল শেক্সপিয়ার রচনাসংগ্রহ। আর সেসব রচনায় দিনরাত নাক ডুবিয়ে থাকতেন তিনি। মিল্টনের ছোটবেলায় পড়া সেই শেক্সপিয়ার রচনাসংগ্রহ যদি এখন খুঁজে পাওয়া যায়, কেমন হবে? এমন এক রোমাঞ্চকর ঘটনাই ঘটেছে সম্প্রতি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন স্কট-ওয়ারেন ফ্রি লাইব্রেরি অব ফিলাডেলফিয়াতে খুঁজে পেয়েছেন শেক্সপিয়ারের এমন এক দুর্লভ রচনাসংগ্রহ, যেখানে পাতায় পাতায় রয়েছে হাতে লেখা অজস্র টীকা-টিপ্পনী। অধ্যাপক স্কট-ওয়ারেন লক্ষ করেছেন, টীকাকারের হাতের লেখা আর জন মিল্টনের হাতের লেখার মধ্যে কী ভীষণ রকমের সাদৃশ্য!
এই আবিষ্কার নিয়ে ভীষণ উল্লসিত শেক্সপিয়ার-মিলটন বিশেষজ্ঞরা। অধ্যাপক স্কট বলেছেন, ‘আমি শতভাগ নিশ্চিত যে এটি মিল্টনেরই হস্তলেখা। তারপরও কেউ যদি সন্দেহ পোষণ করে থাকেন, তবে মিল্টনের হাতের লেখা পরীক্ষা করে দেখতে পারেন।’
সূত্র: দ্য গার্ডিয়ান