হোয়াইট হাউসের গাছ রহস্যের সমাধান
হোয়াইট হাউস চত্বরে লাগানো গাছ হঠাৎ উধাও! ঘটনাটি কী? এ তো যেনতেন গাছ নয়! মাখোঁর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া উপহার এটি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পকে এ উপহার দেন তিনি।
দুই প্রেসিডেন্ট মিলে হোয়াইট হাউস চত্বরে সেই গাছ রোপণ করেন। কিন্তু গাছটি রহস্যজনকভাবে উধাও হয়েছে বলে খবর রটে। শেষ পর্যন্ত রহস্যের কিনারা হয়েছে। গাছটি লাগানোর পর এটির রোগবালাই পরীক্ষার জন্য আবার তুলে নেওয়া হয়েছিল।
অথচ কয়েক দিন থেকেই এ গাছ ঘিরে অন্তর্জালে শুরু হয় নানা ধরনের জল্পনা-কল্পনা। এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি হোয়াইট হাউস। রোববার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড আরাউড বলেন, ওই গাছটি সাময়িক অনুপস্থিত ছিল। যুক্তরাষ্ট্রে জীবন্ত কোনো কিছু নিতে হলে তা জীবাণুমুক্ত করে নেওয়া বাধ্যতামূলক। পরে ওই গাছটি আবার রোপণ করা হয়েছে। এর মূল প্লাস্টিকে মুড়ে সুরক্ষিত করা ছিল। সাবধানে তা আলাদা করা হয়েছিল।
মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র স্টেফানি গ্রিসাম বলেন, গাছটিকে জীবাণুমুক্ত করার পরিকল্পনা আগে থেকেই ছিল। এতে কোনো পরজীবী ছিল কি না, তা দেখা হয়। কারণ পরজীবী থাকলে হোয়াইট হাউসের অন্য গাছে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন নিয়মানুসারে দেশটিতে নেওয়া সব গাছ কৃষি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করাতে হবে। যদিও কিছু গাছ আনার ক্ষেত্রে আগাম অনুমতির প্রয়োজন পড়ে না। তবে নির্দিষ্ট কিছু গাছের ক্ষেত্রে অনুমতি লাগে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের একটি যুদ্ধক্ষেত্র থেকে ওই গাছটি মার্কিন মুলুকে নিয়ে গিয়েছিলেন মাখোঁ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি ট্রাম্পকে সেটি উপহার দেন। ওই সময় মাখোঁ বলেছিলেন, যে বন্ধনে দুটি দেশ আবদ্ধ, তা মনে করিয়ে দেবে এই গাছ। কিন্তু শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক চিত্রগ্রাহক হোয়াইট হাউসে ছবি তুলতে গিয়ে দেখেন, গাছটি আর নেই। গাছটি হোয়াইট হাউসের দক্ষিণ অংশে রোপণ করা হয়েছিল। সেখানে গাছের বদলে শুধু হলুদ রঙের ঘাস দেখতে পাওয়া যায়। এর ছবিও তোলন ওই চিত্রগ্রাহক। এরপর থেকেই রহস্য তৈরি হয়।
মাখোঁর দেওয়া গাছটি ছিল ইউরোপীয় এক ওকগাছ। ১৯১৮ সালে প্যারিসের উত্তর-পূর্বে বেল্যু উডের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে প্রায় দুই হাজার মার্কিন সেনা নিহত হন। ওই যুদ্ধের স্মৃতি হিসেবেই সেখান থেকে এই গাছটি সংগ্রহ করা হয়। তথ্যসূত্র: সিএনএন।