ইলিশ পটলের দোলমা
উপকরণ: ইলিশ মাছ, পটল, নারকেলের দুধ, চিনি, কাঁচা মরিচ, চীনা বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, তেজপাতা, তীর সরিষার তেল।
প্রস্তুত প্রণালি: মাছ ধুয়ে লবণ মেখে রাখতে হবে। এরপর পরিমাণমতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, চীনা বাদাম বাটা, লবণ দিয়ে তেলে কষিয়ে নিতে হবে। এরপর নারকেল দুধ-চিনি দিয়ে পটল কষিয়ে নিতে হবে। এতে মাছগুলো দিয়ে দিতে হবে। ঝোলের পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিতে হবে। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করতে হবে।