তিউনিসিয়ায় ১১ নবজাতকের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
তিউনিসিয়ায় একটি হাসপাতালে ১১ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদেররউফ শেরিফ পদত্যাগ করেছেন।
আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র চার মাসের মাথায় পদত্যাগ করলেন শেরিফ।
হাসপাতালটি রাজধানী তিউনিসে অবস্থিত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ৭ থেকে ৮ মার্চের মধ্যে ‘সেপটিক শকের’ কারণে ওই ১১ নবজাতকের মৃত্যু হয়েছে বলে প্রমাণ মিলেছে।
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ বলেছেন, এ ঘটনায় দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ও স্বাস্থ্যবিধি অনুশীলনের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
তিউনিসিয়ার চিকিৎসকদের সংগঠন থেকে বলা হচ্ছে, মারা যাওয়া নবজাতকদের সংক্রমণের ঘটনাটি শিরায় ব্যবহৃত কোনো কিছুর কারণে ঘটতে পারে। চিকিৎসকেরা তাঁদের কর্মপরিবেশেরও সমালোচনা করেছেন।
উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে তিউনিসিয়ার চিকিৎসাব্যবস্থার সুনাম রয়েছে। দেশটির আয়ের একটি বড় অংশ আসে চিকিৎসা-পর্যটন থেকে।
তবে সম্প্রতি দেশটির চিকিৎসা খাত ব্যবস্থাপনা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।