কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১২
কলম্বিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার ভিলাভিসেনসিও এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। দুর্ঘটনার আগে দুই ইঞ্জিনচালিত ওই উড়োজাহাজের চালক কারিগরি ত্রুটির কথা বলেছিলেন। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডগলাস ডিসি-৩ উড়োজাহাজ ১৯৩০ সালে প্রথম তৈরি হয়। এতে ৩০ জন পর্যন্ত বসতে পারে। লেজার অ্যারোপ্লেন হিসেবে পরিচিত ওই উড়োজাহাজটি তারাইয়া থেকে ভিলাভিসেনসিও যাচ্ছিল। কারিগরি ত্রুটির কথা জানানোর এক ঘণ্টা পর ওই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। তবে ওই দুর্ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু পাওয়া যায়নি।
উড়োজাহাজটি লেজার এরিও এয়ারলাইনসের। প্রতিষ্ঠানটি জানায়, উড়োজাহাজটি দক্ষিণাঞ্চলীয় শহর স্যান জোস ডেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় শহর ভিলাভিসেনসিও যাচ্ছিল।
ভিলাভিসেনসিও কলম্বিয়ার রাজধানী বোগোটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে অবস্থিত। এটি তারাইয়া ব্রাজিলের সীমান্ত এলাকায় অবস্থিত। এর আগে বাজে আবহাওয়ার কারণে উড়োজাহাজটিকে সান হোস ডেল গুয়াভিয়ের শহরে থামতে হয়।