ফিলিপাইনে গির্জায় বোমা বিস্ফোরণে নিহত ১৭
দক্ষিণ ফিলিপাইনের একটি গির্জায় জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪২ জন।
ফিলিপাইনের জোলো দ্বীপের ক্যাথিড্রাল অব আওয়ার লেডি অব মাউন্ট কারমেল নামের রোমান ক্যাথলিক গির্জায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গির্জায় রোববারের প্রার্থনা চলছিল। প্রথম বিস্ফোরণটি ঘটে গির্জায়। এরপর সেনাসদস্যরা তৎপর হয়ে ওঠার সঙ্গে সঙ্গে গির্জার সামনের গাড়ি পার্কিংস্থলে আরেকটি বিস্ফোরণ ঘটে।
জোলো দ্বীপটিতে একাধিক মুসলিম জঙ্গিগোষ্ঠীর তৎপরতা রয়েছে। এর মধ্যে বহুল পরিচিত আবু সায়েফ জঙ্গিগোষ্ঠীও আছে।
স্থানীয় সময় আজ সকাল পৌনে নয়টায় প্রথম বিস্ফোরণ ঘটে। গির্জাটিতে এর আগেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। হতাহত ব্যক্তিদের মধ্যে স্থানীয় অধিবাসী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবিতে দেখা গেছে, গির্জামুখী বড় সড়কটি সেনাসদস্যরা আটকে রেখেছেন।
গত সপ্তাহে দক্ষিণ ফিলিপাইনের একাধিক স্থানে স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে ভোটাভুটি চলে। সেখানে বাংসামোরা স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরির পক্ষে ভোট পড়ে। আজ যে জোলো এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটল, এটি সুলো প্রদেশের মধ্যে পড়েছে। সেখানে অবশ্য স্বায়ত্তশাসনের বিপক্ষে রায় দেয় মানুষ।