অবশেষে কথা বলার সুযোগ পেলেন সন্ধ্যা রায়

২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে পশ্চিমবঙ্গের মেদিনীপুর আসন থেকে জয়ী হন চিত্রতারকা সন্ধ্যা রায়। সাংসদ হওয়ার দীর্ঘ ৪ বছর ৮ মাস পর গতকাল সোমবার তিনি প্রথমবারের মতো পার্লামেন্টে কথা বলার সুযোগ পান।
ভারতে একজন সাংসদের মেয়াদকাল ৫ বছর। দেশটিতে সবশেষ লোকসভা নির্বাচন হয় ২০১৪ সালে। পরবর্তী লোকসভা নির্বাচন আসন্ন। চলতি বছরের মার্চ-এপ্রিলে এই নির্বাচন হওয়ার কথা।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে সন্ধ্যা রায় সাংসদ হওয়ায় এ বছরের মে মাসে তাঁর মেয়াদ শেষ হবে।
গতকাল জিরো আওয়ারে সন্ধ্যা রায়কে প্রথম কথা বলার সুযোগ দেন লোকসভার স্পিকার।
মেয়াদের শেষ পর্যায়ে পার্লামেন্টে কথা বলার সুযোগ পেয়ে আপ্লুত হন সন্ধ্যা রায়। তিনি প্রথমেই ধন্যবাদ জানান স্পিকারকে।
লোকসভায় সন্ধ্যা রায় প্রথম কথা বলায় উপস্থিত সাংসদেরা তাঁকে টেবিল চাপড়ে অভিনন্দন জানান।
সন্ধ্যা রায় তাঁর ভাষণে অভিযোগ করেন, ভারত ডিজিটাল যুগে প্রবেশ করলেও ডাকঘরে পুরোপুরি ডিজিটাল পদ্ধতি চালু হয়নি। তিনি ডাকঘরকে ডিজিটালের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তাঁর এলাকাসহ গোটা দেশের ডাকঘরে এটিএম ব্যবস্থা চালুর আবেদন জানান।