কবিতায় মোদিকে ঝাড়লেন মমতা
আসামের নাগরিক নিবন্ধনে ৪০ লাখ বাঙালির নাম বাদ দেওয়ার ঘটনা নিয়ে অন্য রকম এক প্রতিবাদ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘পরিচয়’ শীর্ষক কবিতায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ঝেড়েছেন।
মমতা একাধারে লেখিকা, কবি, ঔপন্যাসিক, গীতিকার, চিত্রকর। এঁকেছেনও প্রচুর ছবি। তাঁর আঁকা ছবি নিয়ে প্রদর্শনীও হয়েছে।
আজ মঙ্গলবার কলকাতার সংবাদমাধ্যমে প্রকাশিত ‘পরিচয়’ কবিতায় উঠে এসেছে আসামের নাগরিক নিবন্ধন আর কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভের নানা চিত্র। ৪৬ লাইনের এই কবিতায় মমতা তুলে ধরেছেন, পদবি, পিতৃপরিচয়, ভাষা, ধর্ম ইত্যাদি নিয়ে গেরুয়া শিবিরের জাতপাতের রাজনীতির কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়েও শ্লেষ রয়েছে তাঁর কবিতায়।
কবিতাটি ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় সাড়া ফেলেছে।