কিছু আলোচিত পোস্ট
প্রধানমন্ত্রীর সঙ্গে তারকারা
জ্যাকুলিন ফার্নান্দেজ ডানের ছবিটি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ছবিতে জ্যাকুলিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি প্রযোজক একতা কাপুর, অভিনেত্রী কঙ্গনা রনৌতসহ বলিউডের আরও কয়েকজনকে দেখা যাচ্ছে। এ ছাড়া একই অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শাহরুখ খান, সোনম কাপুর ও আমির খান। তাঁরা সবাই ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তাঁর বাসভবনে হাজির হয়েছিলেন।
মেহ্জাবীনের ১০ বছর
‘ঠিক ১০ বছর আগে অক্টোবরের এই সময়েই আমার মা, ছোট ভাই আর আমি লাক্স–চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতার জন্য ঢাকা থেকে চট্টগ্রামে নিয়মিত যাওয়া–আসা করতাম। আমার স্পষ্ট মনে আছে, এ দেশে আমি নতুন ছিলাম, ভয় কাজ করছিল মনে, কিন্তু মনে বিশ্বাস ছিল, ইচ্ছা থাকলেই উপায় হয়। প্রতিটি পরীক্ষায়, প্রতিটি ধাপে সৃষ্টিকর্তা নানা রূপে আমাকে সাহায্য করেছেন।...যে রাতে আমি সেরা ২৫–এ জায়গা করে নিলাম, মনে আছে, সেদিন রাত প্রায় ১২টা বেজে গিয়েছিল। আমরা চট্টগ্রামে ফেরার বাস ধরার জন্য তাড়াহুড়া করছিলাম। অনেক লাগেজ আর আমার ছোট ভাইকে কোলে নিয়ে আমার মা ভীত হয়ে ছুটছিলেন। আমি সেদিন মায়ের দিকে তাকিয়ে নীরবে একটা প্রতিজ্ঞা করি, একদিন এই সংগ্রাম, এই পরিশ্রম আর এই অপেক্ষার মূল্য আমি তাঁকে দেবই।’ গত সপ্তাহে অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পোস্ট লেখেন। পুরোনো কথা মনে করে স্মৃতিকাতর হয়ে ওঠেন তিনি।