সিয়ামের এ সময়
অল্প দিনেই সিনেমায় এগিয়ে গেছেন সিয়াম আহমেদ। গত বছর চলচ্চিত্রে অভিষেক হয় পোড়ামন ২ ছবি দিয়ে। এরপর দহন ও ফাগুন হাওয়ায় দিয়েও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার গিয়াসউদ্দীন সেলিমের পাপ–পুণ্য ছবিতে অভিনয় করছেন। গত ২৬ আগস্ট থেকে চাঁদপুরে শুরু হয়েছে এই সিনেমার শুটিং। মনপুরা ও স্বপ্নজালখ্যাত নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের সঙ্গে এটাই সিয়ামের প্রথম কাজ।
সেলিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে সিয়াম বলেন, ‘অসাধারণ! তাঁর সঙ্গে এই ছবি না করলে কাজের মজাটাই বুঝতে পারতাম না। শুটিংয়ের সময় মনে হচ্ছে, অভিনয়ের স্কুলে ভর্তি হয়েছি আমি। পরিচালকের কাছ থেকে প্রতিটি শটেই নতুন নতুন শিক্ষা পাচ্ছি। তা ছাড়া চঞ্চল চৌধুরী, আফসানা মিমিদের মতো সহশিল্পী পেয়েছি। তাঁদেরও ক্যারিয়রের সেরা কাজ এই পরিচালকের হাত ধরে হয়েছে। মোটকথা, দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে।’
শুধু পাপ–পুণ্যই নয়, এই বছরটা যেন সিয়ামের অভিনয়জীবনের জন্য সবচেয়ে সেরা। বড় বাজেট, ভালো পরিচালকের সঙ্গে বিশ্বসুন্দরী ও শান নামে আরও দুটি ছবিতে কাজ করছেন তিনি। ছবি দুটির কাজ শেষের দিকে। সিয়াম বলেন, ‘এই বছরটা আমার জন্য সৌভাগ্যের। অনেক ভালো সিনেমা, ভালো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ হয়েছে এ বছর। বিশ্বসুন্দরী ও শান ছবি দুটিতে আর দু-তিন দিন কাজ করলেই শেষ হয়ে যাবে। আমার বিশ্বাস, এই কাজগুলো ঠিকমতো শেষ করতে পারলে এটা আমার ক্যারিয়ারের জন্য ভালো ফল বয়ে আনবে।’
মজার ব্যাপার হলো, এর আগে তিনটি ছবি মুক্তি পেয়েছে সিয়ামের। আরও তিনটি ছবির শুটিং চলছে। প্রতিটি ছবিতেই সিয়ামের একটি চরিত্র ছিল আরেকটি থেকে আলাদা। এ ব্যাপারে সিয়ামের মন্তব্য, ‘আমি এভাবেই চিত্রনাট্য পছন্দ করি। প্রয়োজনে কাজ কম করব, কিন্তু একই ধরনের চরিত্রে কাজ করব না। এটা দর্শকের সঙ্গে একধরনের প্রতারণা করা হবে। এমনটা করতে চাই না।’
সামনে আরও কিছু নতুন কাজের খবর দিলেন ঢালিউড এই তরুণ অভিনেতা। তিনি বলেন, ‘দহন ছবির পরিচালক রায়হান রাফির নতুন ছবি স্বপ্নবাজিতে কাজ করব। চুক্তি হয়েছে। ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। এ ছাড়া আরেকটি বড় বাজেটের ছবির কথা প্রায় চূড়ান্ত। ফেব্রুয়ারি থেকে সেটার কাজ শুরু কথা।’