আলিয়া যাচ্ছেন লেক কেমোতে, মা বলছেন গুজব!
আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেম নিয়ে আলোচনা এখন বলিউডের আকাশে–বাতাসে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের মাধ্যমে বলিউডের এই রোমান্টিক জুটি একে অপরের আরও কাছে এসেছেন। এমনকি শুটিংয়ের ফাঁকে তাঁরা উড়ে গিয়েছিলেন ইউরোপে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে তাঁদের দেখা গেছে রোমান্টিক মেজাজে। শোনা যাচ্ছে, এবার এই জুটি পাড়ি দেবেন ইতালির লেক কেমোতে। এখানেই দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের চার হাত এক হয়েছে। এখন বিটাউনে আলিয়া আর রণবীরের বিয়ে নিয়ে নানা ফিসফাস শোনা যাচ্ছে। কিছুদিন আগে খবর ছিল, এ বছরই তাঁরা বিয়ে করতে চলেছেন।
আলিয়া এক সাক্ষাৎকারে প্রথম আলোকে বিয়ের প্রসঙ্গে বলেন, ‘বিয়ের প্রশ্নে আমি জর্জরিত। আমি বিয়ে করছি না। আমি বিয়ে করলে সবাই তা জানতে পারবে। আমি জায়েটি গ্যালাক্সি কিংবা ব্যান্ডস্ট্যান্ড থেকে চিৎকার করে বলব, আমি বিয়ে করছি। আমি বিয়ের বিরুদ্ধে নই। কিন্তু এখন বিয়ে করছি না।’
এবার আলিয়ার বিয়ের খবরে জল ঢেলে দেন মা সোনি রাজদান। তিনি আলিয়া আর রণবীরের বিয়ের খবর একদম গুজব বলে উড়িয়ে দেন। এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়ার বিয়ের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এটা খুব ভালো কথা, সবাই ওদের (আলিয়া-রণবীর) বিষয়ে সবকিছু জানতে চাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি আলিয়ার মা। মেয়ের ব্যক্তিগত জীবনের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি চাই, ও যেন সব সময় খুশি থাকে। ও যা করছে, তাতে আমার ভালোবাসা এবং আশীর্বাদ রয়েছে। আমি চাই ও নিজের মতো করে বাঁচুক। আর একজন মা হিসেবে আমি ওকে কোনো উপদেশ দিই না, কারণ আলিয়া খুবই বুদ্ধিমতী।’
আলিয়া ভাট আর রণবীর কাপুর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মাধ্যমে পর্দায় প্রথম একসঙ্গে আসছেন। পর্দার বাইরে তাঁদের রসায়ন জমে ক্ষীর। এবার দেখা যাক পর্দায় তাঁরা কতটা জমাতে পারেন।