মাছরাঙা টেলিভিশনে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজর জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজর জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

৫ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হচ্ছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। এই সিরিজের সব কটি খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। থাকছে দুটি অনুষ্ঠান। খেলা শুরুর আগে ‘এক্সপার্ট প্রেডিকশন’ এবং খেলার মধ্যবিরতি ও খেলা শেষে প্রচারিত হবে ‘পাওয়ার প্লে’।

বিশ্বকাপ ক্রিকেটের আগে প্রস্তুতি হিসেবে স্বাগতিক আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আয়ারল্যান্ড এবার বিশ্বকাপে খেলছে না। সিরিজটা আইরিশদের জন্য অন্য আর দশটা সিরিজের মতো। তবে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সিরিজ বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতির অংশ। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট।

প্রতিটি খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।