বিয়ের আগেই বাবা হচ্ছেন অর্জুন!
‘ভালোবাসা আর কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি দিয়ে ঘিরে থাকা আমাদের দীর্ঘ ২০ বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা বুঝতে পেরেছি, আমাদের দুজনের পথ এখন থেকে আলাদা।’এই ঘোষণা দিয়ে ২০১৮ সালের ২৮ মে মেহের জেসিয়ার সঙ্গে ২০ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানেন বলিউডের জনপ্রিয় তারকা অর্জুন রামপাল। এরপর হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানের সঙ্গে তাঁর সম্পর্কের গল্প নিয়ে সরব হয় বলিউড। কিন্তু সবকিছু ছাপিয়ে অর্জুন রামপালের জীবনে আসে নতুন নারী। তিনি গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস, দক্ষিণ আফ্রিকার মডেল। অভিনয় করেছেন হিন্দি ও তেলেগু ছবিতে। এবার অর্জুন আর গ্যাব্রিয়েলা এসেছেন ‘নতুন খবর’ হয়ে। গ্যাব্রিয়েলার সন্তানের বাবা হতে চলেছেন অর্জুন।
বলিউডে একের পর এক বিয়ে হচ্ছে, আর সেই দম্পতিকে যে যেখানে পাচ্ছে, জিজ্ঞেস করছে একটিই প্রশ্ন, কবে বাবা-মা হচ্ছেন? আর এখানে ঘটেছে পুরো উল্টো! বাবা-মা হতে চলেছেন অর্জুন-গ্যাব্রিয়েলা। কিন্তু এবার প্রশ্ন, কবে বিয়ে করবেন তাঁরা?
সেই প্রশ্নের উত্তরে অর্জুন রামপাল সাফ জানিয়ে দিয়েছেন, ‘এখনো কোনো তাড়া অনুভব করছি না।’ আরও জানালেন, তিনি নাকি গত পাঁচ বছরের মধ্যে এখন গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে সবচেয়ে ভালো আছেন। এই তারকা জুটি এবার তাঁদের প্রথম সন্তানকে পৃথিবীর আলো দেখাতে যাচ্ছেন। এর আগে ভারতের দক্ষিণের বরেণ্য অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক কমল হাসান আর সারিকা ঠাকুরও বিয়ে না করে দুই সন্তানের জন্ম দেন। ১৯৮৬ সালে সেই ঘরেই জন্ম নেন দক্ষিণের জনপ্রিয় চিত্রনায়িকা শ্রুতি হাসান। এর দুই বছর পর বিয়ের জন্য তাঁরা সময় বের করতে পেরেছিলেন। সব দেখেশুনে মনে হচ্ছে, অর্জুন-গ্যাব্রিয়েলাও সেই পথে হাঁটছেন।
অর্জুনের একজন কাছের বন্ধু বলেছেন, ‘তাঁরা দুজনে খুব ভালো আছেন। কিন্তু সন্তানসম্ভবা বলেই যে তড়িঘড়ি করে বিয়ে করতে হবে, এমনটা মনে করেন না তাঁরা। এ জন্য তাঁদের কোনো পরিকল্পনা নেই। সম্পর্কের স্থায়িত্বের ওপর তাঁদের ভরসা আছে এবং সম্পর্ক বৈধ না করেও তাঁরা তাঁদের সন্তানের সব দায়িত্ব নিতে প্রস্তুত। গ্যাব্রিয়েলা অর্জুনের জীবনে শান্তি এনেছেন, গত পাঁচ বছরে যা অর্জুনের ছিল না। একের পর এক মানসিক অশান্তির ভেতর দিয়ে গিয়েছেন অর্জুন। এ বছর অর্জুনের জীবনে শান্তি ফিরে এসেছে। আর এখন ছোট্ট আরেকজন অর্জুন আর গ্যাব্রিয়েলার জীবনে আরও শান্তি বয়ে আনবে।’
অর্জুন-মেহের দম্পতির মাহিকা আর মায়রা নামে দুই কন্যাসন্তান আছে। অর্জুন রামপাল ২০১০ সালে ‘রক অন’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ডেকান ক্রনিকল