আলিয়ার ওপর চটেছেন কঙ্গনা
‘মনিকর্নিকা’ ছবির পক্ষে দাঁড়াননি বলে আলিয়া ভাটের ওপর চটেছেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। নারীর ক্ষমতায়ন ও জাতীয়তাবাদকে তুলে ধরতে তিনি ছবি বানিয়েছেন, সেটার পক্ষে যে নারী ও শিল্পী দাঁড়ায় না, সে কেমন শিল্পী? এ রকমই মনে করেন কঙ্গনা। অন্যদিকে কঙ্গনার মনে কোনো কষ্ট দিয়ে থাকলে তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আলিয়া ভাট।
এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, মুক্তির পর ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘রাজি’ ছবিগুলো দেখতে গিয়েছিলেন তিনি। কিন্তু আমির খান ও আলিয়া ভাট তাঁর ছবি দেখতে আসেনি। যদিও আলিয়া মনে করেন, অন্য কোনো কারণে কঙ্গনা তাঁর ওপর খেপে আছেন। সে জন্য তিনি গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আশা করি তিনি আমাকে অপছন্দ করেন না এবং আমি নিশ্চিত তিনি তা করেন না। আমি জানি না তিনি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছিলেন কি না। যদি পেয়ে থাকেন, তাহলে আমি তাঁর কাছে ক্ষমাপ্রার্থী।’
আলিয়া ভাটের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে আনলে কঙ্গনা বলেন, ‘আমার মনে হয় সাফল্যের প্রকৃত অর্থ ও দায়িত্ববোধ কী জিনিস, সেটা আলিয়া জানে। আত্মীয় তোষণকারীরা কারও পক্ষে দাঁড়ায় না, কেবল নিজেদের পরিচিত লোকদের সঙ্গেই থাকে। আমার মনে হয় সে এটা থেকে বের হয়ে আসবে।’
আগেও এক সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেছিলেন, ভারতের চলচ্চিত্র অঙ্গন তাঁর বিরুদ্ধে জোট বেঁধেছে। তিনি এসব নির্মম আত্মীয়কে মোটেই ভয় করেন না। ২০১৬ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের এক পর্বে করণ জোহরকে ‘নেপোটিজমের পথপ্রদর্শক’ বলেন কঙ্গনা রনৌত। এরপর তা নিয়ে বিতর্ক শুরু হয়। আলিয়া ভাটকে নিয়ে এবার কঙ্গনা রনৌত বলেছেন, ‘মেরুদণ্ড শক্ত করে নারীর ক্ষমতায়ন এবং জাতীয়তাবাদী কোনো দৃঢ় চরিত্রে অভিনয় করের দেখান তিনি। করণ জোহরের হাতের পুতুল হওয়া ছাড়া তাঁর আলাদা অস্তিত্ব আছে বলে আমি মনে করি না।’ ডেকান ক্রনিকল