৮০টি টেলিছবি, সূত্রধর সৃজিত মুখার্জি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতের টিভি চ্যানেল কালারস বাংলা একটি পোস্ট দিয়েছে। তাতে লেখা আছে, ‘যাদের কাজ দেখে আমি স্বপ্ন দেখার সাহস পেয়েছি। দেখুন কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, সন্দীপ রায়, প্রভাত রায়, দেবাংশু সেনগুপ্ত, যীশু দাশগুপ্ত ও অন্য বিখ্যাত পরিচালকদের অনবদ্য কিছু গল্প।’ সঙ্গে রয়েছে সৃজিত মুখার্জির ছবি। কালার বাংলায় ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘টেলিপ্লেক্স’ নামে একটি আয়োজন। এই আয়োজনের স্লোগান ‘বাড়ি বসে বিনোদন’। সোমবার থেকে শুক্রবার রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময়) প্রচারিত হবে এই আয়োজন।
জানা গেছে, ‘টেলিপ্লেক্স’ আয়োজনে দেখানো হবে ৮০টি বাছাই করা এবং প্রশংসিত টেলিছবি। আর এখানে সূত্রধর হিসেবে আছেন সৃজিত মুখার্জি। ছবির পরিচয় আর প্রেক্ষাপট আলোচনা করা ছাড়াও তিনি ছবির অভিনয়শিল্পীদের সঙ্গে স্মৃতিচারণা করবেন। বললেন, ‘আমার মতো সিনেমাপ্রেমীর কাছে এমন সুযোগ লোভনীয়। এই ছবিগুলো সেই সময় ছিল ভবিষ্যতের পথপ্রদর্শক। আমি তো মনে করি, তা আজকের দর্শকদেরও সমানভাবে ভালো লাগবে।’
কালারস বাংলা চ্যানেলের বিজনেস হেড রাহুল চক্রবর্তী বললেন, ‘আমার বিশ্বাস, এই গল্পগুলো আরও একবার দর্শকদের মন জয় করবে। এখানে সৃজিত মুখার্জির মতো ব্যক্তিত্বের ভূমিকা দর্শকদের বাড়তি কৌতূহল মেটাবে।’
‘টেলিপ্লেক্স’ আয়োজনের প্রথম ছবি সন্দীপ রায় পরিচালিত ‘ডা. মুনসীর ডায়রি’ দেখানো হবে ১১ ফেব্রুয়ারি।
অনেকের মতে, ১৫ বছর আগে টিভি চ্যানেলগুলোতে বাংলা সিরিয়ালের পাশাপাশি একইভাবে আলোড়ন তৈরি করেছিল বেশ কিছু টেলিছবি। সেই সব টেলিছবির কারণে আজ অনেকই টালিউডে পায়ের নিচে মাটি খুঁজে পেয়েছেন। কারণ, তখন ওই সব টেলিছবি ছিল বড় পর্দার প্র্যাকটিস ম্যাচ। অথচ টেলিছবির সেই জনপ্রিয়তা বর্তমান প্রজন্মের কাছে অধরা। এর মধ্যে কিছু ছবির স্মৃতি এখনো দর্শক মনে টাটকা। তাই পুরোনো সেই সব ছবিকে ফিরিয়ে আনছে কালারস বাংলা।