ভক্তের কাছ থেকে কুৎসিত চিঠি!
‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের সময় হলিউড তারকা নাটালি পোর্টম্যান জানিয়েছিলেন, খুব খারাপ কোনো ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি। কিন্তু সে রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেসব ভাবায়নি তাঁকে। তবে শৈশবের একটি ঘটনা অনেক দিন বয়ে বেড়িয়েছেন তিনি। গত মঙ্গলবার নাটালি জানিয়েছেন তাঁর শৈশবের যৌন হয়রানির ঘটনা। শিশুশিল্পী হিসেবে ওই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।
১৯৯৪ সালে মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন নাটালি পোর্টম্যান। ছবিটির নাম ছিল ‘দ্য প্রফেশনাল’। চলতি বছর জানুয়ারি মাসে উইমেন’স মার্চে তিনি এ ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, প্রথম কোনো ভক্তের ই–মেইল পেয়েছিলাম। সেটা ছিল একটা কুৎসিত চিঠি। অরুচিকর ধর্ষকামী এক পুরুষ সেখানে আমার শরীরের গা ঘিনঘিনে বর্ণনা দিয়েছিল। মাত্র ১৩ বছরের বালিকা হলেও ব্যাপারটা বুঝতে আমার অসুবিধা হয়নি যে এখন নিজেকে ঢেকে রাখতে হবে।’
নাটালি পোর্টম্যানের ২৫ বছরের ক্যারিয়ার। এই দীর্ঘ সময়ে অনেক প্রযোজক ও পরিচালকের খপ্পরে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু খুব সাবধানে এসব থেকে বেঁচে থাকতে হয়েছে এ অভিনয়শিল্পীকে। গত বছর হ্যাশট্যাগ মি টু আন্দোলন শুরু হওয়ার পর একটি কাহিনি ভাগাভাগি করেছিলেন তিনি।
নাটালি জানান, একবার বিব্রতকর সব পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। একবার এক প্রযোজক তাঁকে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানায়। শুরুতে ভেবেছিলেন, ওই প্রযোজকের ছবির সবাই মিলে ঘুরতে যাবেন। অথচ বিমানে চড়ে দেখেন, সেখানে মাত্র দুজন, ওই প্রযোজক এবং আমি। বিমানে বসার কোনো ব্যবস্থা নেই, আছে একটিমাত্র বিছানা।
শৈশবের ঘটনার পুনরাবৃত্তি করে নাটালি বলেন, ‘ওই ই–মেইল পাওয়ার পর থেকে আমি নিজেকে ঢেকে রাখার প্রয়োজন বোধ করেছিলাম। এ ঘটনার মধ্য দিয়ে সবাইকে একটি বার্তা দিতে চাই, আমার নিরাপত্তা ও সম্মান দরকার। আমি জানি, সে সময় কেন আমার সঙ্গে অমন আচরণ করা হয়েছিল। কারণ, আমাকে সেভাবেই তুলে ধরা হয়েছিল। তাতে আমার কোনো দোষ ছিল না।’
অস্কারজয়ী এ অভিনয়শিল্পী অভিনয় করেছেন ‘অ্যানিহিলেশন’, ‘ব্ল্যাক সোয়ান’, ‘আ টেল অব লাভ অ্যান্ড ডার্কনেস’ ছবিগুলোতে। শিগগিরই তাঁকে দেখা যাবে ‘ভক্স লাক্স’ ছবিতে। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জুড ল। একজন পপ তারকার জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে এ ছবিটিতে। শৈশবে স্কুলে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে সেই বিভীষিকা নিয়ে বেড়ে ওঠে সে। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। পিপল