আমার প্রিয় প্রেমিক আফরান নিশো: শবনম ফারিয়া
সম্প্রতি অনম বিশ্বাসের ‘দেবী’ ছবির দ্বিতীয় পোস্টার প্রকাশিত হয়েছে। এবারের পোস্টারে ‘রানু’ চরিত্রের জয়া আহসান ও ‘নিলু’ চরিত্রের শবনম ফারিয়ার ছবি দেখা গেছে। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির এ বছরই মুক্তির কথা আছে। এদিকে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ছোটপর্দার এই অভিনেত্রী।
‘দেবী’র পোস্টারের সাড়া কেমন?
খুবই ভালো। টিজারের পর পোস্টারে এত সাড়া পাব ভাবিনি। ফেসবুক বন্ধু থেকে শুরু করে আমার পরিচিত, অপরিচিত-সবাই একবাক্যে প্রশংসা করেছেন পোস্টারটির। আমি অবাক!
ছবিটি মুক্তি পাচ্ছে কবে?
দুই-তিন মাস ধরে ভারতের কলকাতায় ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। শুনেছি আগামী জুলাই মাসের মাঝামাঝিতে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা আছে।
‘দেবী’ নিয়ে কতটুকু আশাবাদী?
এই ছবির গল্প থেকে শুরু করে শিল্পী, কলাকুশলী-সবাই দর্শকের পছন্দের মানুষ। সুতরাং এই ছবিটি নিয়ে দর্শকের আলাদা আগ্রহ আছে। জয়া আহসানের প্রথম প্রযোজনা এটি। কলকাতার দর্শকদেরও আগ্রহ আছে ছবিটি নিয়ে।
এর মধ্যে নতুন কোনো ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন?
পেয়েছি কিন্তু পছন্দ হয়নি। একটি ছবি নির্মাণের সঙ্গে সম্পর্কিত সব ক্ষেত্রের মানুষগুলো দক্ষ না হলে সেই ছবিতে কাজ করব না আমি। আর এ ধরনের ছবির প্রস্তাব এখনো পাইনি।
ঈদের ব্যস্ততা কেমন?
প্রতিদিনই শুটিং করছি। এই যে এখন মারুফ মিঠুর একটি ঈদের নাটকের শুটিং করছি উত্তরায়। এটি ঈদে বাংলাভিশনে যাবে।
ঈদে কতগুলো নাটকে কাজ করছেন?
এবার ১০ থেকে ১২টি হবে। নাটকে কাজের ক্ষেত্রে এ বছর সবচেয়ে ভালো ঈদ যাবে বলে মনে হচ্ছে। কেননা ভালো ভালো পরিচালক, গল্পের নাটকে কাজ করছি।
নিজেকে নিয়ে কোন গুজবটি ছড়াতে চান?
বিয়ের গুজব।
হানিমুনে যাবেন কবে?
এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না।
নাটকে আপনার প্রিয় প্রেমিক কে?
আফরান নিশো।