গোয়ালন্দে কৃষকদের কাছ থেকে ধান ও গম সংগ্রহ শুরু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ রোববার সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু।
সকাল সাড়ে নয়টায় গোয়ালন্দ বাজার খাদ্যগুদাম চত্বরে সরাসরি কৃষকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ধান ও গম সংগ্রহ অভিযান-২০১৯–এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল-মামুন, উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন ফকির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারি নির্দেশমতে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান ও ২৮ টাকা কেজি দরে গম ক্রয় করা হচ্ছে। একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান বা গম দিতে পারবেন। নির্দেশনামতে, এ বছর গোয়ালন্দ উপজেলায় ৮০ মেট্রিক টন ধান এবং ১৭০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।
উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকা থেকে ধান নিয়ে এসেছেন কৃষক লতিফ শেখ। তিনি তিন মেট্রিক টন ধান নিয়ে এসেছেন বিক্রি করতে। তিনি বলেন, ‘এর আগে আমি ধান দিতে পারিনি। এই প্রথম সরাসরি গুদামে এসে ধান দিতে পারছি। এ জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ।’
ছোট ভাকলা ইউনিয়নের কদমতলী এলাকা থেকে এসেছেন কৃষক আইজদ্দিন মোল্লা। তিনি বলেন, ‘সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও গম সংগ্রহের কথা মাইকিংয়ে শুনে আমি নছিমনে করে দুই টন ধান নিয়ে এসেছি। ভালো লাগল। এভাবে যদি কৃষকেরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য দিতে পারত, তাহলে মধ্যস্বত্বভোগীরা তেমন সুবিধা করতে পারত না।’
ইউএনও রুবায়েত হায়াত শিপলু বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও গম ক্রয় করতে সরকার বদ্ধপরিকর। মধ্যস্বত্বভোগীরা যাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে, এ জন্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরপরও কোনো ধরনের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।