আন্তর্জাতিক প্রদর্শনীতে ট্রান্সকমে ইলেকট্রনিকসের এইচভিএসি প্রদর্শন
সেভোর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের এইচভিএসি (HVAC) প্রদর্শন করেছে। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড ১০মে হতে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজন করেছে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীর।
ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের করপোরেট ও প্রোজেক্ট বিজনেস টিম প্রদর্শনীতে অংশগ্রহণ করছে, যারা দীর্ঘ এক দশক ধরে VRF এবং CHILLER সেক্টরে ২০০ টিরও অধিক প্রোজেক্ট সফলতার সঙ্গে সম্পাদন করেছে। এ উল্লেখযোগ্য প্রজেক্টের মধ্যে রয়েছে—আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতাল, সিটিস্কেপ-গ্রিন বিল্ডিং প্রোজেক্ট, প্যালেস ফাইভ স্টার হোটেল, স্বপ্ন রিটেল শপ ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়।
ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের প্রোজেক্ট বিজনেস ডিপার্টমেন্টের সুদক্ষ সেলস টিম, ডিজাইন টিম ও মেইনটেনেন্স টিমের মাধ্যমে দেশব্যাপী হাসপাতাল, হোটেল, মার্কেট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক প্রতিষ্ঠানে কমার্শিয়াল এসি সলিউশন এবং সার্ভিস সফলতাও সুনামের সাথে দিয়ে যাচ্ছে। এ ছাড়া খ্যাতিসম্পন্ন সকল আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন-DAIKIN, MEDIA, SAMSUNG HVAC-এসি সেক্টর এ ট্রান্সকম ইলেকট্রনিকসের সাথে যৌথভাবে কাজের মাধ্যমে সর্বোচ্চ সেবা ও বিশ্ব মান নিশ্চিত করছে। বিজ্ঞপ্তি