ঘরে উঠছে বোরো
খুলনায় খেতজুড়ে পাকা বোরো ধান। কৃষকের মুখে হাসি। অনেক দিনের পরিশ্রমের ফল এই সোনালি ফসল। ভালোয় ভালোয় পাকা ধান ঘরে তুলতে পারলেই হলো। কারণ বৈশাখ, যেকোনো সময় শুরু হয় কালবৈশাখী। তাই ধান কাটা ও মাড়াইয়ে মন দিয়েছেন কৃষকেরা। মাঠেই চলছে মাড়াই ও ঝাড়ার কাজ। ছবিগুলো গত শুক্রবার খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা এলাকা থেকে ক্যামেরাবন্দী করা।
১ / ৬

২ / ৬

৩ / ৬

৪ / ৬

৫ / ৬

৬ / ৬
