নেদারল্যান্ডসে পয়লা বৈশাখ উদ্যাপন কাল

নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দ্য হেগে আগামীকাল (২১ এপ্রিল) উদ্যাপন করা হবে পয়লা বৈশাখ। দূতাবাসের উদ্যোগে দেশটিতে পয়লা বৈশাখের এ উদ্যাপন আন্তইউরোপিয়ান অনুষ্ঠানে রূপ লাভ করেছে। এর যাত্রা শুরু হয় ২০১৫ সালে পয়লা বৈশাখের অনুষ্ঠানে সংগীতশিল্পী মমতাজ বেগম এমপি ও তাঁর দলের অংশগ্রহণ মাধ্যমে। ২০১৬ সালে শিল্পী সামিনা চৌধুরী এবং ২০১৮ সালে হৈমন্তী ও সন্দীপন তাঁদের দলসহ পয়লা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ বছর দ্য হেগের বাংলাদেশ দূতাবাসের পয়লা বৈশাখ উদ্যাপনে আবারও মমতাজ বেগম অংশগ্রহণ করবেন। তাঁর সঙ্গে থাকবে সাত সদস্যের একটি দল। অন্য বছরের মতো এ বছরও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় কূটনৈতিক কোরের সদস্য, বিভিন্ন শহরের মেয়র, ডাচ সরকারের পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। পয়লা বৈশাখ উদযাপনের এ অনুষ্ঠানে জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, ব্রিটেন ও ইউরোপের অন্য দেশ থেকেও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের কথা রয়েছে।
ওয়াসেনার মিউনিসিপ্যালিটি এলাকার বাংলাদেশ হাউসে পয়লা বৈশাখ উদ্যাপন করা হবে। দিনব্যাপী এই উদ্যাপনে মমতাজ বেগম ছাড়াও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এ ছাড়া ব্যান্ড দল ত্রিমাত্রিক সংগীত পরিবেশন করবে। থাকবে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কমিউনিটির সদস্যদের বিভিন্ন ধরনের স্টল। এর মাধ্যমে রমনা বটমূলের ছোঁয়া পাওয়া যাবে। এ ছাড়া অতিথিদের জন্য দূতাবাসের ভোজের মেনুতে আবশ্যিকভাবেই থাকবে ইলিশ। বিজ্ঞপ্তি