সিডনির ইঙ্গেলবার্নের বৈশাখী মেলা কাল

অস্ট্রেলিয়ার সিডনিতে রঙে-ঢঙে মেতে উঠে আগাম স্বাগত জানানো হচ্ছে বাংলা নববর্ষকে। বাঙালিয়ানা আয়োজনের কমতি নেই ভিনদেশি এই শহরে। আগামীকাল ৭ এপ্রিল স্থানীয় সময় বিকেল পাঁচটায় সিডনির ইঙ্গেলবার্ন কমিউনিটি হলে বৈশাখী মেলার হাট বসবে। এ মেলার আয়োজক সিডনি বাঙালি কমিউনিটি ইনক।
উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন লোকসংগীতশিল্পী দিলরুবা খান। মেলায় স্থানীয় বিভিন্ন বাংলাদেশি শিল্পীগোষ্ঠীর নানান পরিবেশনাও দেখা যাবে।
সবার জন্য উন্মুক্ত এই বৈশাখী আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সিডনি বাঙালি কমিউনিটি ইনক।