এগবয়

তুমি এক বিস্ময়
তুমি অকুতোভয়
তোমার প্রতিবাদের ভাষা ভিন্ন
তাই তুমি হলে অনন্য।
সিনেটরের মাথায় সময়মতো
একটি এগের ভাঙন
দুনিয়াজুড়ে পৌঁছে দিলে
প্রতিবাদের ভিন্নমাত্রার কাঁপন।
প্রিয় উইলিয়াম
তোমাকে লাল সালাম।
(২১ মার্চ ২০১৯)
এম এ জলিল: সিডনি, অস্ট্রেলিয়া। ইমেইল: <mohammad.jalil@yahoo.com>